HSC ICT 2nd Chapter Hand Note || এইচএসসি আইসিটি ২য় অধ্যায়ের নোট 

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আইসিটি ২য় অধ্যায় সহ সকল অধ্যায়ের হ্যান্ড নোট পেতে ওয়েবসাইটটার সাথেই থাকুন। 

HSC ICT 2nd Chapter Hand Note || এইচএসসি আইসিটি ২য় অধ্যায়ের নোট

HSC ICT 2nd Chapter Hand Note


এইচএসসি ২য় অধ্যায়ের নোট পেতে = ক্লিক করুন এখানে 

গুগল ড্রাইভের লিংক পেতে = ক্লিক করুন এখানে 



আইসিটি ২য় অধ্যায় অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন

সৃজনশীল প্রশ্ন ১ : আলী আহমদ ও রুহেল দুই বন্ধু জিন্দাবাজার যাচ্ছিল। পথে খুঁটির সাথে অনেকগুলো তার ঝুলানো দেখে আলী আহমদ প্রশ্ন করলেন, এত তার কীসের? জবাবে রুহেল বলল এগুলো ডিশ টিভি, ডিজিটাল টেলিফোন এবং ইন্টারনেটের ক্যাবল।


ক. ক্লাউড কম্পিউটিং কী?

খ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা আদান-প্রদান ব্যাখ্যা করো।

গ. রুহেলের বর্ণিত ডিশ টিভির কানেকশন ক্যাবেলের গঠন বর্ণনা করো।

ঘ. ডিশটিভি এবং ইন্টারনেট কানেকশনের জন্য ব্যবহৃত ক্যাবেলদুটোর মধ্য তুলনামূলক ছক তৈরি করো।


সৃজনশীল প্রশ্ন ২ : ইকরা অফিসের ৫ টি কম্পিউটার উচ্চ ব্যান্ডউইডথ সম্পন্ন একটি ক্যাবলের মাধ্যমে যুক্ত করে একটি নেটওয়ার্ক তৈরি করলেন । তিনি অনলাইনভিত্তিক একটি সেবা গ্রহণ করার মাধ্যমে বিপুল পরিমাণ ডেটা প্রতিদিন প্রক্রিয়া করেন।


ক. রাউটার কী?

খ. নেটওয়ার্ক সিস্টেম আমাদের জন্য অপরিহার্য ব্যাখ্যা কর ।

গ. উদ্দীপকে ব্যবহৃত ক্যাবলটি বর্ণনা কর।

ঘ. উদ্দীপকে অনলাইন ভিত্তিক সেবা নেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ কর।