SSC Physics ১ম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর (৯ম ও ১০ম শ্রেণি)

আজকের আর্টিকেলে ৯ম ও ১০ম শ্রেণির ১ম অধ্যায়ের জ্ঞানমূলক ১০টি প্রশ্ন দেওয়া থাকবে। যেটা বর্তমানে SSC সকল শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

SSC Physics ১ম অধ্যায়

১ম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন ১. ভার্নিয়ার ধ্রুবক কী?
উত্তর: প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের একভাগ কতটুকু ছোট তার পরিমাণই হলো ভার্নিয়ার ধ্রুবক।

প্রশ্ন ২. মাত্রা কী?
উত্তর: যে কোনো ভৌত রাশিকে বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির ‍গুণফল হিসেবে প্রকাশ করা যায়। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে।

প্রশ্ন ৩. লঘিষ্ঠ ঘণন কী?
উত্তর: স্ক্র গজের বৃত্তাকার স্কেলের মাত্রা একভাগ ঘুরালে এর প্রান্ত বা ক্রাটি যতটুকু সরে আসে তাই উক্ত স্ক্রু গজের লঘিষ্ঠ গণন।

প্রশ্ন ৪. পদার্থ বিজ্ঞানের মূল লক্ষ্য কী?
উত্তর: পদার্থ বিজ্ঞানের মূল লক্ষ্য হলো পর্যবেক্ষণ, পরীক্ষণ, ও বিশ্লেষণের আলোকে বস্তু ও শক্তির রুপান্তর ও সম্পর্ক উদঘাটন এবং পরিমাপগতভাবে তা প্রকাশ করা।

প্রশ্ন ৫. মৌলিক রাশি কাকে বলে?
উত্তর: যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ অর্থাৎ অন্য রাশিল উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে।

প্রশ্ন ৬. প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন কে?
উত্তর: প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন আরিস্তারাকস।

প্রশ্ন ৭. চূড়ান্ত ত্রুটি কী?
উত্তর: চূড়ান্ত ত্রুটি হলো প্রকৃত মানের তুলনায় পরিমাপ করা মানের পার্থক্যের পরিমাণ।

প্রশ্ন ৮. স্ক্রগজের ন্যূনাঙ্ক কী?
উত্তর: স্ক্রগজের বৃত্তাকার স্কেলকে মাত্রা একবার ঘুরালে এর ক্রুটি যতটুকু সরে আসে তাই ঐ স্ক্রুগজের ন্যূনাঙ্ক।

প্রশ্ন ৯. কত সালে বৈদ্যুতিক ব্যাটারি আবিস্কার হয়?
উত্তর: বৈদ্যুতিক ব্যাটারি আবিস্কার হয় ১৮০০ সালে।

প্রশ্ন ১০. অ্যাস্ট্র্রোলাব নামক যন্ত্র কে আবিস্কার করেন?
উত্তর: মুসলিম জ্যোতির্বিদ আল বাত্তানি ও আল ফাজারী গ্রহ নক্ষত্রের উন্নতি কোণ নির্ণয়ের জন্য অ্যাস্ট্রোলাব নামক যন্ত্র আবিস্কার করেন।

নিচের দেওয়া লিংক বা আইডিগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপে যুক্ত থেকে আপনি যে কোন সাবজেক্ট এর যে কোন অধ্যায় এর হ্যান্ড নোট ও সাজেশান নিতে পারবেন। 

নিয়মিত আপডেট পেতে অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের উপকারে আসবে। 

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা

নিচের দেওয়া লিংকগুলোর মাধ্যমে আমাদের সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারবেন। আশা করবো আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমরা সহযোগীতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

আমাদের ফেসবকু পেজ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০১ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০২ = ক্লিক করুন এখানে 

আমাদের টুইটার আইডি = ক্লিক করুন এখানে 

আমাদের পিন্টারেস্ট আইডি লিংক = ক্লিক করুন এখানে 

আমাদের ইউটিউব চ্যানেল = ক্লিক করুন এখানে 

আমাদের ইমেইল = digitaliseba@gmail.com   

বি. দ্র. একটা বই থেকে সমাধান ও গাণিতিক সমস্যাগুলো নেওয়া হয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের চর্চা করানোর জন্য এই বিষয়টা এখানে সামান্য করে দেওয়া হয়েছে। আশা করবো সবাই নিজেদের চর্চা করার কাজে ব্যবহার করবেন পেজগুলো।