SSC Biology ১ম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর (৯ম ও ১০ম শ্রেণি)

আজকের আর্টিকেলে আমি নবম ও দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের ১ম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দিযে দেবো। এখানে মোট ১০টি বা তার কমবেশি প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি। আশা করি সবার ই উপকার হবে।

SSC Biology ১ম অধ্যায়

৯ম ও ১০ম শ্রেণির জীববিজ্ঞান হ্যান্ড প্রথম অধ্যায়। ৯ম ও ১০ম শ্রেণির জীববিজ্ঞান হ্যান্ড প্রথম অধ্যায়। ৯ম ও ১০ম শ্রেণির জীববিজ্ঞান হ্যান্ড প্রথম অধ্যায়।

৯ম ও ১০ম শ্রেণির জীববিজ্ঞান হ্যান্ড প্রথম অধ্যায়। ৯ম ও ১০ম শ্রেণির জীববিজ্ঞান হ্যান্ড প্রথম অধ্যায়। ৯ম ও ১০ম শ্রেণির জীববিজ্ঞান হ্যান্ড প্রথম অধ্যায়।

SSC Biology ১ম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর 

প্রশ্ন ১. জীববিজ্ঞানের জনক কে?
উত্তর: গ্রিক দার্শনিক অ্যারিস্টটল হলো জীববিজ্ঞানের জনক। 

প্রশ্ন ২. দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কী?
উত্তর: দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম হলো Copsychus saularis.

প্রশ্ন ৩. হিস্টোলজি কী?
উত্তর: জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের বিভিন্ন টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলি নিয়ে আলোচনা করা হয় তাকে হিস্টোলজি বলে। 

প্রশ্ন ৪. শ্রেণিবিন্যাসের লক্ষ কী?
উত্তর: শ্রেণিবিন্যাসের লক্ষ্য হচ্ছে এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। 

প্রশ্ন ৫. জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কী?
উত্তর: জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম হলো Nymphaea nouchali।

প্রশ্ন ৬. শাপলা ফুরের বৈজ্ঞানিক নাম কী?
উত্তর: শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম হলো Nymphaea nouchali।

প্রশ্ন ৭. ট্যাক্সন কী?
উত্তর: শ্রেণিবিন্যাসের যেকোনো একককে ট্যাক্সন বলা হয়। যেমন- বর্গ, গোত্র, প্রজাতি প্রত্যেকটি এক একটি ট্যাক্সন। 

প্রশ্ন ৮. গণ কী?
উত্তর: এক বা পরস্পর নিকট সম্পর্কযুক্ত একাধিক প্রজাতির সমন্বয়ে গঠিথ হয় এক একটি গণ। গণ নামের প্রথম অক্ষরটি সর্বদা ইংরেজি বড় অক্ষরে লেখা হয় এবং বিশেষ্যরূপে কাজ করে। যেমন- বট, ডুমুর একই গণ Ficus এর অন্তর্গত। 

প্রশ্ন ৯. বংশগতিবিদ্যা কাকে বলে?
উত্তর: জীববিজ্ঞানের যে শাখায় জিন ও জীবের বংশগতিধারা সম্পর্কে আলোচনা করা যায় তাকে বংশগতিবিদ্যা বলে।

প্রশ্ন ১০. ফানজাই রাজ্যের জীবদের বংশ বৃদ্ধি কীরূপ?
উত্তর: এদের বংশবৃদ্ধি ঘটে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে এবং কোষ বিভাজন হয় মিয়োসিস এর মাধ্যমে।  


কিছু কথা


উপরে মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর সাজিয়ে দেওয়া হয়েছে। আশা করবো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়লে আপনাদের এই অধ্যায়টি সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ। 

নিচের দেওয়া লিংক বা আইডিগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপে যুক্ত থেকে আপনি যে কোন সাবজেক্ট এর যে কোন অধ্যায় এর হ্যান্ড নোট ও সাজেশান নিতে পারবেন। 

নিয়মিত আপডেট পেতে অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের উপকারে আসবে। 

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা

নিচের দেওয়া লিংকগুলোর মাধ্যমে আমাদের সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারবেন। আশা করবো আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমরা সহযোগীতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

আমাদের ফেসবকু পেজ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০১ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০২ = ক্লিক করুন এখানে 

আমাদের টুইটার আইডি = ক্লিক করুন এখানে 

আমাদের পিন্টারেস্ট আইডি লিংক = ক্লিক করুন এখানে 

আমাদের ইউটিউব চ্যানেল = ক্লিক করুন এখানে 

আমাদের ইমেইল = digitaliseba@gmail.com   

বি. দ্র. একটা বই থেকে সমাধান ও গাণিতিক সমস্যাগুলো নেওয়া হয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের চর্চা করানোর জন্য এই বিষয়টা এখানে সামান্য করে দেওয়া হয়েছে। আশা করবো সবাই নিজেদের চর্চা করার কাজে ব্যবহার করবেন পেজগুলো।