SSC Chemistry ১১তম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর (৯ম ও ১০ম শ্রেণি)

আজকের আর্টিকেলে আমি নবম ও দশম শ্রেণির রসায়ন বইয়ের ১১তম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দিযে দেবো। এখানে মোট ১০টি বা তার কমবেশি প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি। আশা করি সবার ই উপকার হবে।

১১তম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর


৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। 

৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট।

১১তম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর


প্রশ্ন ১. পেট্রোলিয়ামের প্রধান উপাদান কী?
উত্তর: পেট্রোলিয়ামের প্রধান উপাদান হলো হাইড্রোকার্বন।

প্রশ্ন ২. অ্যারোমেটিক হাইড্রোকার্বন কী?
উত্তর: যে সকল অ্যারোমিটিক যৌগ কেবল কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত তাদেরকে অ্যরোমেটিক হাইড্রোকার্ব বলে। 

প্রশ্ন ৩. গ্যাসহোল কী?
উত্তর: গ্যাসহোল এক প্রকার জ্বালানি, যেখানে পেট্রোলের সাথে ১০-২০% ইথানল মিশ্রিত থাকে। 

প্রশ্ন ৪. সাবানায়ন কী?
উত্তর: তেল বা চর্বি থেকে কস্টিক সোডা বা কিস্টক পটাশ সহযোগে আর্দ্রবিশ্লেষণ করে Na বা K সাবান তৈরির প্রক্রিয়াকে সাবানায়ন বলে। 

প্রশ্ন ৫. লিমিটিং বিক্রিয়া কাকে বলে?
উত্তর: বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। 

প্রশ্ন ৬. মনোমার কি?
উত্তর: পলিমারকরণ বিক্রিয়ার যে অসংখ্য বিক্রিয়ক অণু যুক্ত হয় এ বিক্রিয়ক অণুই হলো মনোমার। 

প্রশ্ন ৭. তাপহারী বিক্রিয়া কাকে বলে?
উত্তর: যে রাসায়নিক পরিবর্তনের ফলে তাপ শক্তির শোষণ এবং বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা হ্রাস পায় তাকে তাপহারী বিক্রিয়া বলে। 

প্রশ্ন ৮. মোলারিটি কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম আণবিক ভর বা মোল সংখ্যাকে ঐ দ্রবণের মোলারিটি বলে। 

প্রশ্ন ৯. তড়িৎবিশ্লেষ্য কোষ কাকে বলে?
উত্তর: যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া সংঘটিত হয় তাকে তড়িৎবিশ্লেষ্য কোষ বলে। 

প্রশ্ন ১০. খনিজমল কী?
উত্তর: বিচূর্ণিত আকরিকের মধ্যে মাটি, বালি, পাথর, চুনাপাথর এবং কতিপয় অধাতু ভেজাল হিসাবে থাকে যাদেরকে খনিজমল বলে। 

কিছু কথা

 
নিচের দেওয়া লিংক বা আইডিগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপে যুক্ত থেকে আপনি যে কোন সাবজেক্ট এর যে কোন অধ্যায় এর হ্যান্ড নোট ও সাজেশান নিতে পারবেন। 

নিয়মিত আপডেট পেতে অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের উপকারে আসবে। 

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা

নিচের দেওয়া লিংকগুলোর মাধ্যমে আমাদের সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারবেন। আশা করবো আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমরা সহযোগীতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

আমাদের ফেসবকু পেজ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০১ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০২ = ক্লিক করুন এখানে 

আমাদের টুইটার আইডি = ক্লিক করুন এখানে 

আমাদের পিন্টারেস্ট আইডি লিংক = ক্লিক করুন এখানে 

আমাদের ইউটিউব চ্যানেল = ক্লিক করুন এখানে 

আমাদের ইমেইল = digitaliseba@gmail.com   

বি. দ্র. একটা বই থেকে সমাধান ও গাণিতিক সমস্যাগুলো নেওয়া হয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের চর্চা করানোর জন্য এই বিষয়টা এখানে সামান্য করে দেওয়া হয়েছে। আশা করবো সবাই নিজেদের চর্চা করার কাজে ব্যবহার করবেন পেজগুলো।

ট্যাগসমূহ জেনে রাখুন 

(PDF) নবম দশম শ্রেণীর রসায়ন: ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর

নবম-দশম শ্রেণির রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন সৃজনশীল প্রশ্ন 

নবম ও দশম শ্রেণির রসায়ন : তৃতীয় অধ্যায় : পদার্থের গঠন (২য় পর্ব)

নবম-দশম শ্রেণির রসায়ন-MCQ-৩.১ ৩য়... - SSC Chemistry Shikhun

রসায়ন ৩য় অধ্যায় গাণিতিক সমস্যাবলী ও সমাধান

৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ১ম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর

পদার্থের গঠন । রসায়ন ৩য় অধ্যায় । এস এস সি ২০২১ প্রস্তুতি পর্ব

রসায়ন-১ নবম শ্রেণি অধ্যায় -০৩ পদার্থের গঠন (৩য় অংশ

নবম দশম শ্রেণির রসায়ন বই ২০২২ pdf download করুন - ৭রং

রসায়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর

পদার্থের গঠন নবম শ্রেণী

পদার্থের গঠন সৃজনশীল প্রশ্ন

রসায়ন পদার্থের গঠন mcq

নবম দশম শ্রেণীর রসায়ন ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর

তৃতীয় অধ্যায় পদার্থের গঠন

রসায়নের ধারণা প্রথম অধ্যায়

পর্যায় সারণি সৃজনশীল প্রশ্ন