SSC Biology ৩য় অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর (৯ম ও ১০ম শ্রেণি)

আজকের আর্টিকেলে আমি নবম ও দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দিযে দেবো। এখানে মোট ১০টি বা তার কমবেশি প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি। আশা করি সবার ই উপকার হবে।


৯ম ও ১০ম শ্রেণির জীববিজ্ঞান হ্যান্ড তৃতীয় অধ্যায়। ৯ম ও ১০ম শ্রেণির জীববিজ্ঞান হ্যান্ড তৃতীয় অধ্যায়। ৯ম ও ১০ম শ্রেণির জীববিজ্ঞান হ্যান্ড তৃতীয় অধ্যায়।

৯ম ও ১০ম শ্রেণির জীববিজ্ঞান হ্যান্ড তৃতীয় অধ্যায়। ৯ম ও ১০ম শ্রেণির জীববিজ্ঞান হ্যান্ড তৃতীয় অধ্যায়। ৯ম ও ১০ম শ্রেণির জীববিজ্ঞান হ্যান্ড তৃতীয় অধ্যায়।

SSC Biology ৩য় অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন ১. ক্যারিওকাইনেসিস কাকে বলে?
উত্তর: কোষ বিভাজনকালে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। 

প্রশ্ন ২. কোষ বিভাজন কী?
উত্তর: যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। 

প্রশ্ন ৩. ইন্টারফেজ কী?
উত্তর: কোষ বিবাজনের শুরুতে একটি কোষের পরপর দুবার বিভাজনের মধ্যবর্তী যে দশায় নিউক্লিয়াস প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করে তাই ইন্টারফেজ।

প্রশ্ন ৪. এককোষী জীব কাকে বলে?
উত্তর: যেসব জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে এককোষী জীব বলে। 

প্রশ্ন ৫. বহুকোষী জীব কী?
উত্তর: যেসব জীব একাধিক কোষ দিয়ে গঠিত তারাই বহুকোষী জীব। 

প্রশ্ন ৬. ইকুয়েটর কী? 
উত্তর: স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানই হলো ইকুয়েটর বা বিষূবীয় অঞ্চল। 

প্রশ্ন ৭. মিয়োসিস অর্থ কী?
উত্তর: মিয়োসিস অর্থ হলো হ্রাস করা।

প্রশ্ন ৮. কোন বিভাজন প্রক্রিয়ায় জনন কোষ উৎপন্ন হয়?
উত্তর: মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় জনন কোষ উৎপন্ন হয়। 

প্রশ্ন ৯. সমীকরণিক কোষ বিভাজন কোনটি?
উত্তর: মাইটোসিস কোষ বিভাজন সমীকরণিক কোষ বিভাজন নামে পরিচিত। 

প্রশ্ন ১০. টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন?
উত্তর: ইংরেজি ‘I' অক্ষরের মতো। 

কিছু কথা


উপরে মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর সাজিয়ে দেওয়া হয়েছে। আশা করবো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়লে আপনাদের এই অধ্যায়টি সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ। 

নিচের দেওয়া লিংক বা আইডিগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপে যুক্ত থেকে আপনি যে কোন সাবজেক্ট এর যে কোন অধ্যায় এর হ্যান্ড নোট ও সাজেশান নিতে পারবেন। 

নিয়মিত আপডেট পেতে অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের উপকারে আসবে। 

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা

নিচের দেওয়া লিংকগুলোর মাধ্যমে আমাদের সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারবেন। আশা করবো আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমরা সহযোগীতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

আমাদের ফেসবকু পেজ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০১ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০২ = ক্লিক করুন এখানে 

আমাদের টুইটার আইডি = ক্লিক করুন এখানে 

আমাদের পিন্টারেস্ট আইডি লিংক = ক্লিক করুন এখানে 

আমাদের ইউটিউব চ্যানেল = ক্লিক করুন এখানে 

আমাদের ইমেইল = digitaliseba@gmail.com   

বি. দ্র. একটা বই থেকে সমাধান ও গাণিতিক সমস্যাগুলো নেওয়া হয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের চর্চা করানোর জন্য এই বিষয়টা এখানে সামান্য করে দেওয়া হয়েছে। আশা করবো সবাই নিজেদের চর্চা করার কাজে ব্যবহার করবেন পেজগুলো।