PSC Suggestions || ৫ম শ্রেণির গণিত চার অধ্যায় এর সাজেশান
পরীক্ষার প্রশ্ন এবং সাজেশান
পঞ্চম শ্রেণির প্রশ্ন এবং উত্তর একসাথে
১. যখন কোন বাক্য নত্য না মিথ্যা নির্ণয় করা যায় না, তখন তাকে কী বলে?
উত্তরঃ খোলা বাক্য।
২. ১০ একটি জোড় সংখ্যা। এটি কী ধরনের বাক্য?
উত্তরঃ গাণিতিক বাক্য।
৩. ৮ একটি জোড় সংখ্যা কথাটি সত্য না মিথ্যা উক্তি?
উত্তরঃ সত্য।
৪. ক + ১৩ = ২৫, ক এর মান কত হলে বাক্যটি সঠিক হবে?
উত্তরঃ ১২
৫. সংখ্যা প্রতীকগুলো লেখ।
উত্তরঃ ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯।
৬. “=” এটা কি প্রতীক?
উত্তরঃ সম্পর্ক প্রতীক।
৭. বড় চিহৃ প্রতীকটি লিখ।
উত্তরঃ >
৮. গাণিতিক বাক্যে প্রকাশ কর: ১২০ কে ৩০ দ্বারা ভাগ করলে ভাগফল ৩ হয়।
উত্তরঃ ১২০ ÷ ৪০ = ৩
৯. দিয়ার বয়স ১০ বছর। তার বয়সের দ্বিগুণের সাথে কত বছর যোগ করলে যোগফল ২৪ বছর হবে?
উত্তরঃ ৪ বছর।
১০. ১২ জন মানুষ এবং ১৫ জন মানুষের মধ্যে সম্পর্ক প্রতীক তৈরি করা।
উত্তরঃ ১২ জন < ১৫ জন।
১১. গাণিতিক বাক্যের অপর নাম কী?
উত্তরঃ বন্ধ বাক্য
১২. (ক - ৪) ÷ ৬ = ৬ হলে ক এর মান কত?
উত্তরঃ ৪০
১৩. যদি ১০০ - ৪ক = ৪০ ÷ ২ হয়, তবে ক এর মান কত?
উত্তরঃ ২০
১৪. সংখ্যা প্রতীক কতটি?
উত্তরঃ ১০টি
১৫. কোনো সংখ্যার তিনগুণ থেকে ২০ বিয়োগ করলে ১০ হয়। সংখ্যাটি কত?
উত্তরঃ ১০।
১৬. গাণিতিক বাক্যে প্রকাশ কর: ৫ এর সাথে ক যোগ করলে যোগফল ১২ হয়।
উত্তরঃ ৫ + ক = ১২
১৭. (ক - ৫) ÷ ৭ = ৬ হলে, ক এর মান কত?
উত্তরঃ ৪৭
১৮. ৬ এবং ৫ কে সম্পর্ক প্রতীক দিয়ে লেখ।
উত্তরঃ ৬ > ৫।
১৯. (ক + ৬) ÷ ৩ = ১২ হলে, ক এর মান কত?
উত্তরঃ ৩০
২০. (ক ÷ ৮) + ৯ = ১৫ হলে, ক এর মান কত?
উত্তরঃ ৪৮
0 Comments
Post a Comment