SSC Chemistry || ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ৪র্থ অধ্যায় এর হ্যান্ড নোট এবং সাজেশান

SSC Chemistry Chapter Four Hand Note & Suggestions. Class Nine & Class Ten Chemistry Hand Note Chapter 4. SSC Chemistry Chapter 4 Hand Note & Suggestions. 

৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। এসএসসি এবং ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ৪র্থ অধ্যায় এর সাজেশান দেখুন এখানে। 

SSC Chemistry


SSC Chemistry & Class 9 & 10 Chemistry Hand Note

Here I can try to give SSC Or Class Nine & Ten Chemistry Chapter Four Hand Note. আমি এখানে ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ৪র্থ অধ্যায় এর হ্যান্ড নোট দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 


উপরের লিংকটিতে গেলেই আপনি ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ৪র্থ অধ্যায় এর জ্ঞান মূলক ১০টি প্রশ্ন এবং এর উত্তর পাবেন। 

অধ্যায়টি সম্পর্কে প্রাথমিক ধারণা জানুন 

এই অধ্যায়টি মূলত পর্যায় সারণীকে কেন্দ্র করেই আলোচনা করা হয়েছে। এখানে যে সব বিষয়গুলো আলোচনা করা হয়েছে তাদের মধ্যে অন্যতম বিষয়গুলো আমি নিচে লিস্ট করে দিয়ে দিচ্ছি। আশা করবো সবাই বুঝতে পারবেন। 

(ক) পর্যায় সারণীর সকল মৌল ও তাদের সংকেত জানতে পারবেন। 

(খ) পর্যায় সারণীতে মোট যতগুলো প্রাকৃতিক মৌল রয়েছে তাদের পারমাণবিক সংখ্যার ক্রম এবং ইলেকট্রন বিন্যাসসহ পর্যায় সারণীতে অবস্থান। 

(গ) কোন মৌল কত নাম্বার গ্রুপে এবং কোন মৌল কত নাম্বার পর্যায়ে অবস্থিত সেসব তথ্যগুলোও আপনি এখান থেকে নিতে পারবেন। 

পর্যায় সারণীর কিছু ছোট প্রশ্ন এবং উত্তর

নিচে আমি মাত্র তিনটা পিকচার দিয়ে দিচ্ছি। এই তিনটা পিকচারে ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন এর ৪র্থ অধ্যায় এর কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। আশা করবো সবাই বুঝতে পারবেন এবং সবার ই উপকারে আসবে। 

রসায়ন পর্যায় সারণীর জ্ঞান মূলক প্রশ্ন পেজ নাম্বার = ০১ 

SSC Chemistry



রসায়ন পর্যায় সারণীর জ্ঞান মূলক প্রশ্ন পেজ নাম্বার = ০২ 

SSC Chemistry

আধুনিক পর্যায় সারণির কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। আমি উপরের পিকচার এবং নিচের পিকচারে সেই মৌলিক বৈশিষ্ট্যগুলো নাম্বার করে দিয়ে দিয়েছি। 

এখানে আমাদের রসায়ন বিজ্ঞানের বিক্রিয়াসহ যে কোন ধরনের মৌল সম্পর্কে তথ্য জানার জন্য অবশ্যই বৈশিষ্ট্যগুলো জেনে নিতে হবে। আশা করবো বৈশিষ্ট্যগুলো পাশপাশি ইলেকট্রন বিন্যাস এবং গ্রুপ ও পর্যায় নির্ণয় করাও শিখবেন সবাই। 

রসায়ন পর্যায় সারণীর জ্ঞান মূলক প্রশ্ন পেজ নাম্বার = ০৩ 

SSC Chemistry

উপরের তিনটা পেজে আমি ১০টি ছোট প্রশ্ন এবং এগুলো উত্তরসহ আরও কিছু তথ্য উপস্থাপন করে দিয়েছি। এখানে মূল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো পর্যায় সারণির বৈশিস্ট্য যা আমি নিচের দুইটা পেজে দিয়ে দিয়েছি। 

পর্যায় সরাণীর হ্যান্ড নোট এর পিডিএফ ফাইল ডাউনলোড করুন 


PDF বা পিডিএফ ডাউনলোড করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন। আমি নিচে সুন্দর করে একটি হ্যান্ড নোট পিডিএফ করে দিয়েছি আশা করবো সবাই সহজেই অধ্যায়টি সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন। 

ডাউনলোড করার জন্য = ক্লিক করুন এখানে    

উপরের লিংকটি যদি কাজ না করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অথবা আমাদের Contact Us পেজ থেকে আমাদেরকে অবশ্যই জানাতে পারবেন। 

SSC Chemistry


উপরের পিকচারটি দেওয়ার উদ্দেশ্য হলো এই যে, আমাদের এই সাইটে আপনি রসায়ন ছাড়াও আরও অনেক গুলো বিষয় এর সমাধান পাবেন। 

আমাদের স্কুলের সাইটটি নতুন তবে এখানে আরও বেশ কিছু বিষয় ছাড়াও অনেকগুলো হ্যান্ড নোটসহ বেশি কিছু সাজেশান দেওয়া হয়েছে। আশা করবো সবাই উপকৃত হবেন। 

এই অধ্যায় বা এই বিষয়টা ছাড়াও আরও কোন বিষয়ে যদি আপনাদের কোন জানার আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। কমেন্ট করেও জানাতে পারেন। অথাব  digitalitseba@gmail.com  এই মেইলেও জানাতে পারবেন যে কোন সময়। 


উপরের কোডটি অনেক সময় ভেরিফিকেশান জন্য চাইতে পারি। আশা করি কোডটি এখান থেকে কপিপেস্ট করে নিয়ে সেন্ড করবেন। 


পর্যায় সারণী অধ্যায় এর হ্যান্ড নোট এর পিডিএফ 

উপরের দিকে যদিও পিডিএফ ফাইল এর লিংক দেওয়া হয়েছে। তার পরেও যদি কোন সমস্যা হয়ে থাকে আমি নিচে ফেইসবুক গ্রুপে আপলোড করে একটি লিংক দিয়ে দিচ্ছি। আশা করবো সমস্যা আর থাকবে না। 


উপরের লিংকটিতে ক্লিক করলে আপনাকে একটি ফেইসবুক গ্রুপে নিয়ে যাবে। তারপর আপনি সেখান থেকে অনেক সহজেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। 

SSC Chemistry

উপরের পিকচারে কিছু রিলেটেড কনটেন্ট দেওয়া হয়েছে। আশা করি সবাই ই বুঝতে পারবেন। এখানে আরও কিছু নোট এবং সাজেশান দেওয়া আছে। 


শেষ কথা বা উপসংহার 

আজকের আর্টিকেলে আমি এসএসসি এবং ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন বিজ্ঞান এর ৪র্থ অধ্যায় এর হ্যান্ড নোটটি দিয়ে দিয়েছি। আশা করি সবাই উপকৃত হবেন। 

তথ্যসূত্র = বেশির ভাগ তথ্যগুলো অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে। তবে কিছু তথ্য আছে যেগুলো আমার কোচিং সেন্টার থেকে নেওয়া হয়েছে।