Paragraph Writing : Digital Bangladesh For Class JSC To HSC

আজকের আর্টিকেলে আমি Digital Bangladesh নামক প্যারাগ্রাফ দিয়ে দেবো। এখানে আমি চেষ্টা করবো হাইস্কুল থেকে কলেজের জন্য কাজে আসবে এরকম তথ্য নির্ভর প্যারাগ্রাফ দিয়ে দিতে। 

Digital Bangladesh For Class JSC To HSC

Digital Bangladesh প্যারাগ্রাফটি বর্তমান সময়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এখানে বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করা সহজ এবং সহজেই বুঝতে পারা যায় এরকম একটি প্যারাগ্রাফ দেওয়া হবে। 


বোঝার জন্য একাধিক দেওয়ার চেষ্টা করা হবে। যার কাছে যেটা ভালো লাগে সে সেটাই পড়তে পারবেন আশা করি। তবে অবশ্যই নিজে পড়ে দেখবেন। 

উপরের প্যারাগ্রাফটি অনেক গুরুত্বপূর্ণ। এই প্যারাগ্রাফটি মুখস্ত করতে পারলে আপনি প্রায় ৪২টির মত প্যারাগ্রাফ মুখস্ত রাখতে পারবেন। 

Digital Bangladesh For Class JSC To HSC

এখানে আমি সহজেই বোঝার মত একটি প্যারাগ্রাফ দিয়ে দোব। আশা করবো অন্যগুলোর চাইতে এটি অনেক সহজ হবে মুখস্ত করার ক্ষেত্রে। 

Digital Bangladesh is a much-talked slogan of the present government of Bangladesh. Digital Bangladesh means a technology-based prosperous country where computers will be widely used. 

All economic activities of the country will be monitored or controlled by the computer via the internet. The benefits of digital Bangladesh are many. If we can establish digital Bangladesh, corruption will be drastically reduced by enhancing transparency and accountability.

It will make people think globally and connect themselves with the whole world economically, politically, socially, academically, and even culturally. It will improve banking and financial activities. 

Agriculture, health, education, commerce all the sectors will be highly benefited by making Bangladesh a digital one. For translating the dream of Digital Bangladesh into reality, the government has to take certain initiatives.

First of all, an uninterrupted power supply has to be ensured. We have to develop computer network infrastructures throughout the country. We also have to train our people to acquire the skill and ensure equitable access to digital governance services for all strata of the society. 

Finally, our education should be computer-based and in primary and secondary schools students should get easy access to the computer. It will be no ambition if we say that the implementation of a digital Bangladesh can help us to uphold ourselves as one of the developed countries in the world by the next decade.

উপরের প্যারাগ্রাফটি দেখতে বড় মনে হলেও ভাষাগত দিকটা মোটামুটি সহজ আছে। আশা করবো সবাই বুঝতে পারবেন। তবে কিছু ভাষা নিজের মত করে নিতে পারবেন। আমি আরও কয়েকটি দিয়ে দোবা সবগুলো থেকে শুরু এবং শেষ অংশটা আলাদা করে নিতে পারবেন। 

Digital Bangladesh Paragraph for SSC Exam

এখানে একটি গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে সাজানো এবং আপডেট তথ্যগুলো মিল রেখে প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হলো। 

Digital Bangladesh is a new strategy for the development of Bangladesh, which is based on further information and communication technology. It aims at E-governance and service delivery through utilizing information and communication technology. 

In our country, good governance and quick service delivery are still a far cry. To bring dynamization in governance and service delivery, it is essential to start digitizing the service delivery organs like the Land department, PDB, WASA, Banking sectors, Education Department etc. 

It is also necessary to establish connectivity within all administrative units and bring more citizens to the information highway.

In this way, by ensuring mass people’s access to information, we can achieve sustainable progress. For example, telemedicine can bring patients at remote closer to specialist doctors working at major cities. 

In our agrarian economy, ICT can be used to provide our farmers with the latest agricultural commodity price information. E-Governance can narrow down the gap between the citizens and the government by reducing time and removing the hazards of the people. 

In excellent, we can say that digital Bangladesh can eliminate poverty, hunger, disease and corruption through technological progress.

উপরের প্যারাগ্রাফটির ভাষাগুলোও মোটামুটি সহজ এবং সহজেই মুখস্ত হবে এরকম। আশা করি উপরের দুইটা থেকে যে কোন একটা খাতায় লিখে নিয়ে মুখস্ত করতে পারবেন। 

Digital Bangladesh Paragraph for HSC Exam

নিচে আমি আরও একটি প্যারাগ্রাফ দিয়ে দেবো। আশা করবো নিজের প্যারাগ্রাফটিও সবাই সহজেই বুঝতে পারবেন। 

Bangladesh is an independent country but she is still burdened with poverty, over-population, unemployment, corruption, food shortage, natural calamity, electricity crisis, etc. Considering all these, the present Govt. has aimed at making a Digital Bangladesh to overcome most of those problems.

The actual aim of Digital Bangladesh is to establish technology-based digital governance which will emphasize the overall development of the country and the nation. If Digital Bangladesh is established, the people will be much benefited.

Corruption will be drastically reduced by enhancing accountability. It will save our time and money and will reduce our unemployment problem. It will connect the people of Bangladesh with the whole world socially, politically academically, economically, and culturally.

It will open doors for the people to improve banking and other financial activities of money and business transactions can be made within seconds by checking the mouse of a computer. Digital Bangladesh will highly benefit in agriculture, education, trade and commerce, and health sectors.

উপরে মোট ৩টা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। যে কোন একটি মুখস্ত করতে পারবেন সবাই। আশা করি উপকারে আসবে প্যারাগ্রাফগুলো। 

Paragraph Writing : Digital Bangladesh For Class JSC To HSC

আমি এখানে শুধুমাত্র পিকচার আকারে দিয়ে রাখাবো। আশা করি পিকচার থেকে খাতায় লিখে নিয়ে মুখস্ত করবেন। 

Digital Bangladesh For Class JSC To HSC
উপরের পিকচারটিতে Digital Bangladesh প্যারাগ্রাফটি সুন্দর করে দেওয়া হয়েছে। এখানে জুম করে নিয়ে খাতায় নোট করে লিখে মুখস্ত করা যেতে পারে। 

Digital Bangladesh

যদিও এই পিকচারটি খুব ভালো বোঝা যাচ্ছে না। তবে জুম করে নিলে হয়তো ভালো বোঝা যাবে আশা করি। 

উপরের পিকচার ও এমনিতে দেওয়া হয়েছে অনেকগুলো প্যারাগ্রাফ। আশা করবো সবারই উপকারে আসবে উপরের প্যারাগ্রাফগুলো। 

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা

নিচের দেওয়া লিংকগুলোর মাধ্যমে আমাদের সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারবেন। আশা করবো আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমরা সহযোগীতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

আমাদের ফেসবকু পেজ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০১ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০২ = ক্লিক করুন এখানে 

আমাদের টুইটার আইডি = ক্লিক করুন এখানে 

আমাদের পিন্টারেস্ট আইডি লিংক = ক্লিক করুন এখানে 

আমাদের ইউটিউব চ্যানেল = ক্লিক করুন এখানে 

আমাদের ইমেইল = digitaliseba@gmail.com