৯ম ও ১০ম শ্রেণির বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ কবিতার হ্যান্ড নোট
আজকের আর্টিকেলে আমি নবম ও দশম শ্রেণির বাংলা ১ম পত্র বিষয়ের কবিতাংশের একটি কবিতার হ্যান্ড নোট দিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদিও এখানে আমি অন্যান্য পোস্টগুলো লিংক যুক্ত করে সম্পূর্ণ অংশটিই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আশা করবো হ্যান্ড নোটটি সবারই উপকারে আসবে। যারা ৯ম শ্রেণিতে পড়াশোনা করে বা যারা ১০ম শ্রেণিতে পড়াশোনা করে তাদের সবার জন্যই উপকারে আসবে।
কপোতাক্ষ নদ কবিতার কবি পরিচিত জেনে নিন
যে কোন কবিতা পড়ার আগে অবশ্যই সেই কবির বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে হবে। মূল বই থেকেই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। যদিও এখানে সাজানো ও গোছানো রয়েছে তথ্যগুলো। আশা করবো সবাই বুঝতে পারবেন।
উপরের পিকচারটিতে কবিতার কবির সম্পর্কে তথ্যগুলো তুলে ধরা হয়েছে। এখানে কবির জন্ম, মৃত্যু, শিক্ষাজীবন এবং তার পিতা-মাতা সহ ব্যক্তিগত জীবনের তথ্যগুলো সামান্য পরিসরে আলোচনা করা হয়েছে।
কবিতাটির মূল ভাব ও তথ্যাবলিসমূহ
উপরের পিকচারটিতে কবিতা সম্পর্কে তথ্যগুলো তুলে ধরা হয়েছে। এখানে কবিতার উৎস এবং কোন ছন্দে রচিত এসব তথ্যগুলো সুন্দর করে দেখানোর চেষ্টা করা হয়েছে।
POST CODE = MA082022
৯ম ও ১০ম শ্রেণির বাংলা ১ম পত্র কপোতাক্ষ নদ কবিতার পিডিএফ কপি
বাংলা ১ম পত্রের এই কবিতার পিডিএফ কপি নিচে ডাউনলোড করার লিংক দিয়ে দেওয়া হবে। আশা করবো সবাই এই লিংক থেকে ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন।
সরাসরি ডাউনলোড করার জন্য = ক্লিক করুন এখানে
গুগল ড্রাইভ থেকে দেখে ডাউনলোড করার জন্য = ক্লিক করুন এখানে
বি. দ্র. আমি অনলাইন থেকে সংগ্রহ করেই নোটটির অংশগুলো দেওয়ার চেষ্টা করেছি। তবে এখানে কিছু বিষয়গুলো আছে যেগুলো নিজে থেকে দেওয়া হয়েছে।
0 Comments
Post a Comment