SSC Physics ১১তম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর (৯ম ও ১০ম শ্রেণি)

আজকের আর্টিকেলে আমি নবম ও দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান বইয়ের ১১তম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দিযে দেবো। এখানে মোট ১০টি বা তার কমবেশি প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি। আশা করি সবার ই উপকার হবে। 


SSC Physics ১১তম অধ্যায়



৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। 

৯ম ও ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান ১১তম অধ্যায় এর হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান ১১তম অধ্যায় এর হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান ১১তম অধ্যায় এর হ্যান্ড নোট। 

১১তম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর


প্রশ্ন ১. রোধ কাকে বলে?
উত্তর: পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে রোধ বলে। 

প্রশ্ন ২. ওহমের সূত্রটি লিখ। 
উত্তর: ওহমের সূত্রটি হলো- উষ্ণতার ও অনান্য ভৌত অবস্থার পরিবর্তন না হলে ,কোনো পরিবাহীর (তার এর) মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা টি ওই পরিবাহীর (তার এর) দুই দিকের (প্রান্তের) বিভব প্রভেদ এর সমানুপাতিক হয়, এবং রোধের (Resistance) ব্যস্তানুপাতিক।

প্রশ্ন ৩. অ্যাম্পিয়ারের সঙ্গা দাও।
উত্তর: আম্পিয়ার ছিল তড়িৎ প্রবাহের সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতির দশম ইউনিট। যা তখন আবাম্ফেয়ার নামে পরিচিত। যা দুইটি তারের মধ্যে এক সেন্টিমিটার পার্থকে প্রতি সেন্টিমিটার এ দুইটি বলের দৈর্ঘ্যর মধ্যবর্তী তড়িৎ প্রবাহ। ইউনিটির মাপ নির্ধারণ করা হয়েছে যাতে এমকে এসএ বেবস্থায় এটি থেকে প্রাপ্ত ইউনিট সহজলভ্য আকারে করা হয়।

প্রশ্ন ৪. তেজস্ক্রিয়তা কাকে বলে?
উত্তর: কোন মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি তথা আলফা, বিটা বা গামা রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। 

প্রশ্ন ৫. তড়িৎ বর্তনী কী?
উত্তর: তড়িৎ বর্তীনী হরো তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথ। 

প্রশ্ন ৬. তড়িৎক্ষেত্র কাকে বলে?
উত্তর: আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে তড়িতের প্রভাব বিদ্যামান থাকে সেই অঞ্চলকে উক্ত বস্তুটির তড়িৎ ক্ষেত্র বলে। 

প্রশ্ন ৭. আধান কী?
উত্তর: পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের যেমন- ইলেকট্রন ও প্রোটনের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মেই চার্জ বা আধান। 

প্রশ্ন ৮. আপেক্ষিক রোধ কাকে বলে?
উত্তর: একক ঘনক আকৃতির কোন পরিবাহীর দুই বিপরীত তলের মধ্যবর্তী রোধকে আপেক্ষিক রোধ বলে। ইহাকে রো ধারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে ওহম মিটার।

প্রশ্ন ৯. জেনারেটর কাকে বলে?
উত্তর: যে তড়িৎ যন্ত্রে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে জেনারেটর বা ডায়নামো বলে। 

প্রশ্ন ১০. নিরপেক্ষ তারের বিভব কত?
উত্তর: নিরপেক্ষ তারের বিভব শূন্য। 

নিচের দেওয়া লিংক বা আইডিগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপে যুক্ত থেকে আপনি যে কোন সাবজেক্ট এর যে কোন অধ্যায় এর হ্যান্ড নোট ও সাজেশান নিতে পারবেন। 

নিয়মিত আপডেট পেতে অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের উপকারে আসবে। 

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা

নিচের দেওয়া লিংকগুলোর মাধ্যমে আমাদের সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারবেন। আশা করবো আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমরা সহযোগীতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

আমাদের ফেসবকু পেজ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০১ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০২ = ক্লিক করুন এখানে 

আমাদের টুইটার আইডি = ক্লিক করুন এখানে 

আমাদের পিন্টারেস্ট আইডি লিংক = ক্লিক করুন এখানে 

আমাদের ইউটিউব চ্যানেল = ক্লিক করুন এখানে 

আমাদের ইমেইল = digitaliseba@gmail.com   

বি. দ্র. একটা বই থেকে সমাধান ও গাণিতিক সমস্যাগুলো নেওয়া হয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের চর্চা করানোর জন্য এই বিষয়টা এখানে সামান্য করে দেওয়া হয়েছে। আশা করবো সবাই নিজেদের চর্চা করার কাজে ব্যবহার করবেন পেজগুলো।