SSC রসায়ন ৭ম অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর (CQ Questions Part 1)

আজকের আর্টিকেলে আমি ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ৭ম অধ্যায় এর হ্যান্ড নোট দিয়ে দেবো। এখানে আমি নোট এর পাশপাশি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর অংশ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।

SSC রসায়ন ৭ম অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর

৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ৭ম অধ্যায় এর হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ৭ম অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর। 


উপরের লিংকটিতে আপনি রসায়ন ৭ম অধ্যায় এর হ্যান্ড নোট দিয়ে দিয়েছি। সৃজনশীল এর আগে হ্যান্ড নোট দেখে নিতে পারেন। তাতে অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন বুঝতে সহজ হবে এবং কোন সমস্যা সহজেই বুঝতে পারবেন। 

SSC রসায়ন ৭ম অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর

নিচে আমি চারটার মত পিকচার দিয়ে দেবো। এই চারটি পিকচারে আপনি প্রশ্ন এবং উত্তর সবগুলোই একসাথে পাবেন আশা করি। বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাতে পারবেন। 

SSC রসায়ন ৭ম অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর পেজ নাম্বার ১

SSC রসায়ন ৭ম অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর

পদার্থের পরিবর্তন : যে পরিবর্তন থেকে পদার্থের বাহ্যিক অবস্থা এবং মূল গঠন বা অণুর গঠনের সাধারণ পরিচয় পাওয়া যায় তাকে পদার্থের পরিবর্তন বলে।

ভৌত পরিবর্তন : যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন ঘটে না অর্থাৎ কোনো নতুন পদার্থ উৎপন্ন হয় না, শুধু পদার্থের বাহ্যিক বা ভৌত অবস্থার রূপান্তর ঘটে, সেই পরিবর্তনকে ভৌত পরিবর্তন বলে। ভৌত পরিবর্তন অস্থায়ী। এই পরিবর্তনে পদার্থের অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না। বরফের গলন, পানির স্ফুটন, লোহার চুম্বকে পরিবর্তন, মোমের গলন ইত্যাদি ভৌত পরিবর্তনের উদাহরণ।

SSC রসায়ন ৭ম অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর পেজ নাম্বার ২

SSC রসায়ন ৭ম অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর

রাসায়নিক পরিবর্তন : যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং পদার্থটি এক বা একাধিক ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। রাসায়নিক পরিবর্তন স্থায়ী। এই পরিবর্তনে পদার্থের অণুর গঠনে আমূল পরিবর্তন ঘটে। লোহায় মরিচা পড়া, মোমবাতির দহন, দুধ থেকে দই প্রস্তুত, চাল থেকে ভাত তৈরি ইত্যাদি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ।

SSC রসায়ন ৭ম অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর পেজ নাম্বার ৩

SSC রসায়ন ৭ম অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর

একমুখী বিক্রিয়া : যে বিক্রিয়ায় সকল বিক্রিয়ক পদার্থ একটি নির্দিষ্ট সময় পরে উৎপাদে পরিণত হয় তাকে একমুখী বিক্রিয়া বলে। একমুখী বিক্রিয়া শুধু সম্মুখদিকে অগ্রসর হয়। এ বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে একমুখী (→) চিহ্ন ব্যবহার করা হয়। যেমন : পটাসিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে এটি বিয়োজিত হয়ে পটাসিয়াম ক্লোরাইড ও অক্সিজেন উৎপন্ন হয়। বিপরীতভাবে, পটাসিয়াম ক্লোরাইড ও অক্সিজেনের মধ্যে কোনো বিক্রিয়া ঘটে না। সুতরাং, এটি একটি একমুখী বিক্রিয়া।

2KClO→ 2KCl + 3O2

SSC রসায়ন ৭ম অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর পেজ নাম্বার ৪

SSC রসায়ন ৭ম অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর

উপরের পিকচারগুলো আমি অনেক সহজ এবং বোঝার সুবিধার জন্য আলাদা আলাদা করে দিয়েছি। আশা করবো সবাই সহজেই বুঝতে পারবেন। 


নিচের দেওয়া লিংক থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সবচেয়ে ভালো হয় আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হওয়া। কারণ সেখানে আরও নোট সহ নিয়মিত আপডেট দেওয়া হয়ে থাকে। আপনি যে কোন অধ্যায় এর নোট গ্রুপে পোস্ট করে জেনে নিতে পারবেন সহজেই। 

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা

নিচের দেওয়া লিংকগুলোর মাধ্যমে আমাদের সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারবেন। আশা করবো আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমরা সহযোগীতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

আমাদের ফেসবকু পেজ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০১ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০২ = ক্লিক করুন এখানে 

আমাদের টুইটার আইডি = ক্লিক করুন এখানে 

আমাদের পিন্টারেস্ট আইডি লিংক = ক্লিক করুন এখানে 

আমাদের ইউটিউব চ্যানেল = ক্লিক করুন এখানে 

আমাদের ইমেইল = digitaliseba@gmail.com   

বি. দ্র. একটা বই থেকে সমাধান ও গাণিতিক সমস্যাগুলো নেওয়া হয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের চর্চা করানোর জন্য এই বিষয়টা এখানে সামান্য করে দেওয়া হয়েছে। আশা করবো সবাই নিজেদের চর্চা করার কাজে ব্যবহার করবেন পেজগুলো।