Application Writing About Open A Bank Account (SF Model School)
আজকের আর্টিকেলে আমি হাইস্কুলের জন্য বিশেষ করে ৭ম শ্রেণির জন্য একটি Application Writing দিয়ে দেবো। টাইটেল থেকে সহজেই বুঝতে পারবেন কোনটা দিয়ে দেবো।
ইংরেজী রাইটিং অংশের মার্কগুলো ভালোমত পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সুন্দর মত লিখতে হবে। এবং লিখার মধ্যে কোন কাটাকাটি করা যাবে না।
সুন্দর ও পরিস্কার খাতা ভালো মার্ক পেতে সহযোগীতা করবে আপনাকে। আমার মনে হয় আরও কিছু উদাহারন দেখে আপনি আপনার পছন্দ মত পড়ে আয়ত্বে নিয়ে আসতে পারে।
আমাদের ওয়েবসাইটটিতে এটা ছাড়াও আরও কিছু উদাহারণ দেওয়া হয়েছে। এখান থেকে আরও তথ্য জেনে নিতে পারবেন। এটা ছাড়াও আরও অন্যান্য বিষয়গুলোর জণ্য আপনাকে আামদের ওয়েবসাইটের কনটাক্ট থেকে যোগাযোগ করতে হবে।
আমি বোর্ড বই থেকে একটি পিকচারের মাধ্যমে এই Application Writing দিয়ে দেবো। আরও কিছু ওয়েবসাইট থেকেও কিছু তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
উপরের লিংকটি থেকে আপনি নবম ও দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় এর সৃজনশীল এর প্রশ্ন সহ উত্তর অংশ পাবেন আশা করি।
নিচে আমি Application Writing টির দুইটা অংশ দিয়ে দেবো। প্রথম অংশটি থাকবে বোর্ড বই থেকে এবং ২য় অংশ টি থাকবে ওয়েবসাইট থেকে। যেটার লিংক আমি নিচে দিয়ে দেবো ইনশাআল্লাহ।
Application Writing About Open A Bank Account
নিচের বোর্ড বই থেকে নেওয়া পিকচারটা প্রথমেই দেওয়া হবে। আশা করি ছোট এবং সহজ দেখে সহজেই সবাই পড়তে পারবেন।
উপরের পিকচারটা মূলত ২০২২ সালের ইংরেজী বোর্ড বইয়ের। ৭ম শ্রেণির বোর্ড বইতেও ছিল এই Application Writing টি।
এছাড়াও আরও নিজেদের মত করে সহজ করে নিয়ে পড়তে পারবেন। যদি সম্ভব হয় আরও একটু সামান্য বড় করে নিয়ে লিখে পড়বেন। তবে নরমাল হিসেবে দেখলে এতটুকুই যথেষ্ট।
Application For Opening Account In Bank
To,
The Branch Manager,
Name of the Bank,
Branch Name,
Branch Address.
Subject: Request for opening a new savings account.
Dear Sir/Madam,
With this letter, I hereby wish to submit a request for opening a new savings bank account in your bank.
My name is ________ [Write Your Name], belonging from this address ____________ [Mention Your Address]. Therefore I am enclosing required documents along with filled application account opening form.
Please do the needful. Thank you for your time and consideration.
Yours Sincerely,
[Your Name]
[Signature]
[Mobile No].
উপরের অংশটি একটি ডেমো। আমি এই অংশটুকু ক্লিক করুন এখানে থেকে সংগ্রহ করেছি। আরও বিস্তারিত তথ্য আপনারা ক্লিক করুন সেটাতে ক্লিক করেও জেনে নিতে পারবেন সহজেই।
উপরের Application Writing টি অনেক আগের যদিও তবে বর্তমানে বেশ কিছু স্কুল তাদের সিলেবাসে অন্তর্ভূক্ত করেছে দেখলাম। আমি সবগুলো সিলেবাসের কিছু অংশ দেখেই এখানে একটা ডেমো এবং একটা বোর্ড বই থেকে দিলাম।
আশা করবো সহজেই বুঝতে পারবেন সবাই। একটি অংশ অন্য সাইট থেকে কপিপেস্ট করে দিয়েছি যেটার লিংকও আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আশা করবো কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
এই বিষয়টা ছাড়াও যে কোন বিষয়ের জন্য আমাদের থেকে সমাধান নিতে পারবেন। আমাদের টিম মেম্বাররা আপনাকে সহযোগীতা করবে আশা করি।
আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা
নিচের দেওয়া লিংকগুলোর মাধ্যমে আমাদের সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারবেন। আশা করবো আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমরা সহযোগীতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আমাদের ফেসবকু পেজ = ক্লিক করুন এখানে
আমাদের ফেসবুক গ্রুপ ০১ = ক্লিক করুন এখানে
আমাদের ফেসবুক গ্রুপ ০২ = ক্লিক করুন এখানে
আমাদের টুইটার আইডি = ক্লিক করুন এখানে
আমাদের পিন্টারেস্ট আইডি লিংক = ক্লিক করুন এখানে
আমাদের ইউটিউব চ্যানেল = ক্লিক করুন এখানে
আমাদের ইমেইল = digitaliseba@gmail.com
বি. দ্র. একটা বই থেকে সমাধান ও গাণিতিক সমস্যাগুলো নেওয়া হয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের চর্চা করানোর জন্য এই বিষয়টা এখানে সামান্য করে দেওয়া হয়েছে। আশা করবো সবাই নিজেদের চর্চা করার কাজে ব্যবহার করবেন পেজগুলো।
0 Comments
Post a Comment