SSC Physics ৮ম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর (৯ম ও ১০ম শ্রেণি)
আজকের আর্টিকেলে আমি নবম ও দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান বইয়ের ৮ম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দিযে দেবো। এখানে মোট ১০টি বা তার কমবেশি প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি। আশা করি সবার ই উপকার হবে।
৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট।
৯ম ও ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান ৮ম অধ্যায় এর হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান ৮ম অধ্যায় এর হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান ৮ম অধ্যায় এর হ্যান্ড নোট।
৮ম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন ১. সমতল দর্পন কী?
উত্তর: যে আয়নার পৃষ্ঠাটি মসৃণ ও সমতল হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সেই দর্পনটিকে সমতল দর্পন বলে।
প্রশ্ন ২. প্রতিবিম্ব কাকে বলে?
উত্তর: কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় অথবা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় , তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে ।
প্রশ্ন ৩. বিবর্ধন কী?
উত্তর: প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বা বিবর্ধন বলে।
প্রশ্ন ৪. উত্তল লেন্স কাকে বলে?
উত্তর: যে লেন্সের মধ্যভাগ পুরু এবং প্রান্ত ভাগ সরু তাকে উত্তল লেন্স বলে।
প্রশ্ন ৫. অপটিক্যাল ফাইবার কী?
উত্তর: অপটিক্যাল ফাইবার হলো কাচ বা প্লাস্টিকের তৈরি সরু দীর্ঘ নমনীয় অথচ নিরেট ফাইবার বা তন্তু।
প্রশ্ন ৬. আলোক কেন্দ্র কী?
উত্তর: আলোক কেন্দ্র হলো লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু যার মধ্যে দিয়ে কোনো রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়।
প্রশ্ন ৭. লেন্স কী?
উত্তর: দুটি গোলীয় পৃষ্ঠা দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমই লেন্স।
প্রশ্ন ৮. আয়নার মেরু কাকে বলে?
উত্তর: গোলীয় আয়নার প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে আয়নার মেরু বলে।
প্রশ্ন ৯. আমরা কখন একটি বস্তুকে দেখি?
উত্তর: বস্তু থেকে আলো আমাদের চোখে প্রবিস্ট হলে রেটিনায় বস্তুটির প্রতিবিম্ব সৃষ্টি হয় এবং জটিল প্রক্রিয়ার মাধ্যমে মস্তিস্ক বস্তুটির অনুরূপ একটি বস্তুর অনুভূতি সৃষ্টি করে তখন আমরা বস্তুটিকে দেখতে পাই।
প্রশ্ন ১০. গৌণ অক্ষ কী?
উত্তর: মেরু বিন্দু ব্যতীত আয়নার প্রতিফলক পৃষ্টের উপরস্থ যেকোনো বিন্দু ও বক্রতার কেন্দ্রের মধ্যদিয়ে অতিক্রমকারী সরল লেখা গৌণ অক্ষ।
কিছু কথা
নিচের দেওয়া লিংক বা আইডিগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপে যুক্ত থেকে আপনি যে কোন সাবজেক্ট এর যে কোন অধ্যায় এর হ্যান্ড নোট ও সাজেশান নিতে পারবেন।
নিয়মিত আপডেট পেতে অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের উপকারে আসবে।
আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা
নিচের দেওয়া লিংকগুলোর মাধ্যমে আমাদের সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারবেন। আশা করবো আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমরা সহযোগীতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আমাদের ফেসবকু পেজ = ক্লিক করুন এখানে
আমাদের ফেসবুক গ্রুপ ০১ = ক্লিক করুন এখানে
আমাদের ফেসবুক গ্রুপ ০২ = ক্লিক করুন এখানে
আমাদের টুইটার আইডি = ক্লিক করুন এখানে
আমাদের পিন্টারেস্ট আইডি লিংক = ক্লিক করুন এখানে
আমাদের ইউটিউব চ্যানেল = ক্লিক করুন এখানে
আমাদের ইমেইল = digitaliseba@gmail.com
বি. দ্র. একটা বই থেকে সমাধান ও গাণিতিক সমস্যাগুলো নেওয়া হয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের চর্চা করানোর জন্য এই বিষয়টা এখানে সামান্য করে দেওয়া হয়েছে। আশা করবো সবাই নিজেদের চর্চা করার কাজে ব্যবহার করবেন পেজগুলো।
0 Comments
Post a Comment