SSC Physics ৯ম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর (৯ম ও ১০ম শ্রেণি)

আজকের আর্টিকেলে আমি নবম ও দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান বইয়ের ৯ম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দিযে দেবো। এখানে মোট ১০টি বা তার কমবেশি প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি। আশা করি সবার ই উপকার হবে। 


SSC Physics ৯ম অধ্যায়



৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। 

৯ম ও ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান ৯ম অধ্যায় এর হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান ৯ম অধ্যায় এর হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান ৯ম অধ্যায় এর হ্যান্ড নোট। 

৯ম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন ১. লেন্স কাকে বলে?
উত্তর: দুটি গোলকের পৃষ্ট দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। 

প্রশ্ন ২. লেন্সের প্রধান ফোকাস কাকে বলে?
উত্তর: গোলীয় দর্পণে আপতিত প্রধান অক্ষের নিকটবর্তী সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় (অবতল দর্পণে) বা যে বিন্দু থেকে অপসৃত হয় বলে মনে হয় (উত্তল দর্পণে) তাকে প্রধান ফোকাস বলে।

প্রশ্ন ৩. আলোর প্রতিফলন কাকে বলে?
উত্তর: আলোকরশ্মি এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের তলে আপতিত হলে দুই মাধ্যমের বিভেদতল হতে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। এ ঘটনাকে আলোর প্রতিফলন বলে। 

প্রশ্ন ৪. তেজস্ক্রিয়তা কাকে বলে?
উত্তর: কোনো মৌল থেকে স্বতস্ফূর্তভাবে তেজস্ক্রিয় কণা বা রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। 

প্রশ্ন ৫. স্নেলের সূত্রটি বিবৃত কর।
উত্তর: স্নেলের সূত্রটি হলো- একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন-এর অনুপাত সর্বদা ধ্রুবক।

প্রশ্ন ৬. ক্রান্তিকোণ কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায় অর্থাৎ প্রতিসরণ কোণ ৯০ ডিগ্রি হয় তাকে ক্রান্তিকোণ বলে। 

প্রশ্ন ৭. বক্রতার কেন্দ্র কী?
উত্তর: লেন্সের উভয় পৃষ্ঠাই এক একটি গোলকের অংশ। প্রত্যেক গোলকের কেন্দ্রই ঐ পৃষ্ঠের বক্রতার কেন্দ্র।

প্রশ্ন ৮. দন্ত চিকিৎসায় কোন ধরনের দর্পন ব্যবহার করা হয়?
উত্তর: দন্ত চিকিৎসায় অবতল দর্পন ব্যবহার করা হয়। 

প্রশ্ন ৯. অ্যাকুয়াস হিউমার কাকে বলে?
উত্তর: কর্নিয়া ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থান যে স্বচ্ছ লবণাক্ত জলীয় পদার্থে পূর্ণ থাকে তাকে অ্যাকুয়াস হিউমার বলে। 

প্রশ্ন ১০. প্রিজম কী?
উত্তর: কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের দুই পৃষ্ঠা সমান্তরাল না হলে তাকে প্রিজম বলে। 

কিছু কথা


নিচের দেওয়া লিংক বা আইডিগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপে যুক্ত থেকে আপনি যে কোন সাবজেক্ট এর যে কোন অধ্যায় এর হ্যান্ড নোট ও সাজেশান নিতে পারবেন। 

নিয়মিত আপডেট পেতে অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের উপকারে আসবে। 

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা

নিচের দেওয়া লিংকগুলোর মাধ্যমে আমাদের সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারবেন। আশা করবো আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমরা সহযোগীতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

আমাদের ফেসবকু পেজ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০১ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০২ = ক্লিক করুন এখানে 

আমাদের টুইটার আইডি = ক্লিক করুন এখানে 

আমাদের পিন্টারেস্ট আইডি লিংক = ক্লিক করুন এখানে 

আমাদের ইউটিউব চ্যানেল = ক্লিক করুন এখানে 

আমাদের ইমেইল = digitaliseba@gmail.com   

বি. দ্র. একটা বই থেকে সমাধান ও গাণিতিক সমস্যাগুলো নেওয়া হয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের চর্চা করানোর জন্য এই বিষয়টা এখানে সামান্য করে দেওয়া হয়েছে। আশা করবো সবাই নিজেদের চর্চা করার কাজে ব্যবহার করবেন পেজগুলো।