SSC Chemistry ৪র্থ অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর (৯ম ও ১০ম শ্রেণি)

আজকের আর্টিকেলে আমি নবম ও দশম শ্রেণির রসায়ন বইয়ের ৪র্থ অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দিযে দেবো। এখানে মোট ১০টি বা তার কমবেশি প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি। আশা করি সবার ই উপকার হবে।

৪র্থ অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর


৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। 

৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট।

৪র্থ অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর


প্রশ্ন ১. ত্রয়ী সূত্রটি লিখ।
উত্তর: ত্রয়ী সূত্রটি হলো- পর্যায় সারণির দুটি মৌলের পারমাণবিক ভরের গড় অন্য একটি মৌলের পারমাণবিক ভরের প্রায় সমান এবং মৌল তিনটির ধর্ম একইরকম। এই তিনটি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের সমান হয়। মৌল তিনটিকে 'ডােবেরাইনার ত্রয়ী' বলে।

প্রশ্ন ২. আইসোটোপ কী?
উত্তর: বিভিন্ন ভরসংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। 

প্রশ্ন ৩. আধুনিক পর্যায়ের সূত্রটি লিখ।
উত্তর: আধুনিক পর্যায়ের সূত্রটি হলো- মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। 

প্রশ্ন ৪. টলেন বিকারক কী?
উত্তর: অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণে দ্রবীভূত সিলভার নাইট্রেটের বর্ণহীন দ্রবণকে টলেন বিকারক বলে। 

প্রশ্ন ৫. যোজ্যতা ইলেকট্রন কাকে বলে?
উত্তর: কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। 

প্রশ্ন ৬. প্রিজারভেটিভস কী?
উত্তর: যেসব রাসায়নিক পদার্থ দ্বারা খাদ্যদ্রব্যকে অনেকদিন সংরক্ষণ করা যায় তাদেরকে প্রিজারভেটিভস বলে। 

প্রশ্ন ৭. পর্যয় সারণির জনক কে?
উত্তর: রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ পর্যায় সারণির জনক। 

প্রশ্ন ৮. আয়নিকরণ শক্তি কাকে বলে?
উত্তর: গ্যাসীয় অবস্থায় এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকে ঐ মৌলের আয়নিকরণ শক্তি বলে।

প্রশ্ন ৯. নিকৃষ্ট ধাতু কাকে বলে?
উত্তর: অধিক সক্রিয় ধাতুসমূহকে (যেমন: লোহা, দস্তা ইত্যাদি) নিকৃষ্ট ধাতু বলা হয়। 

প্রশ্ন ১০. কোন গ্রুপকে হ্যালোজেন গ্রুপ বল?
উত্তর: গ্রুপ ১৭ কে হ্যালোজেন গ্রুপ বলে।

কিছু কথা


নিচের দেওয়া লিংক বা আইডিগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপে যুক্ত থেকে আপনি যে কোন সাবজেক্ট এর যে কোন অধ্যায় এর হ্যান্ড নোট ও সাজেশান নিতে পারবেন। 

নিয়মিত আপডেট পেতে অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের উপকারে আসবে। 

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা

নিচের দেওয়া লিংকগুলোর মাধ্যমে আমাদের সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারবেন। আশা করবো আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমরা সহযোগীতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

আমাদের ফেসবকু পেজ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০১ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০২ = ক্লিক করুন এখানে 

আমাদের টুইটার আইডি = ক্লিক করুন এখানে 

আমাদের পিন্টারেস্ট আইডি লিংক = ক্লিক করুন এখানে 

আমাদের ইউটিউব চ্যানেল = ক্লিক করুন এখানে 

আমাদের ইমেইল = digitaliseba@gmail.com   

বি. দ্র. একটা বই থেকে সমাধান ও গাণিতিক সমস্যাগুলো নেওয়া হয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের চর্চা করানোর জন্য এই বিষয়টা এখানে সামান্য করে দেওয়া হয়েছে। আশা করবো সবাই নিজেদের চর্চা করার কাজে ব্যবহার করবেন পেজগুলো।