SSC Chemistry ৫ম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর (৯ম ও ১০ম শ্রেণি)

আজকের আর্টিকেলে আমি নবম ও দশম শ্রেণির রসায়ন বইয়ের ৫ম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দিযে দেবো। এখানে মোট ১০টি বা তার কমবেশি প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি। আশা করি সবার ই উপকার হবে।

৫ম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর


৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। 

৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন হ্যান্ড নোট।

৫ম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর


প্রশ্ন ১. সমযোজী বন্ধন কাকে বলে?
উত্তর: সর্বশেষ শক্তিস্তরে নিকটতম নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। 

প্রশ্ন ২. যোগমূলক কাকে বলে?
উত্তর: একাধিক মৌলের একাধিখ পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণুগুচ্ছ যা একটি আয়নের ন্রায় আচরণ করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে সেসব যৌগকে যৌগমূলক বলে। 

প্রশ্ন ৩. হ্যালোজেন কাকে বরে?
উত্তর: হ্যালোজেন বলতে পর্যায় সারণীর সপ্তম শ্রেণীভুক্ত সমধর্মী এক গুচ্ছ মৌলিক পদার্থকে বোঝায়। এগুলো আধুনিক পর্যায় সারণীতে ১৭শ শ্রেণীর অন্তর্ভুক্ত। যে পাঁচটি মৌলিক পদার্থ হ্যালোজেন হিসেবে চিহ্নিত সেগুলো হলো ফ্লোরিন (F), ক্লোরিন (Cl), ব্রোমিন (Br), আয়োডিন (I), এবং অ্যাস্টাটিন (At)।

প্রশ্ন ৪. টকের বিকারক কী?
উত্তর: ক্ষারীয় সিলভার নাইট্রেটের দ্রবণ হলো টলেন বিকারক। 

প্রশ্ন ৫. মুক্ত মৌলের জারণসংখ্যা কত?
উত্তর: মুক্ত মৌলের জারণ সংখ্যা শূন্য।

প্রশ্ন ৬. নিউক্লিয়ন সংখ্যা কী?
উত্তর: নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যা বলে। 

প্রশ্ন ৭. উভয়মুখী বিক্রিয়া কাকে বলে?
উত্তর: যে বিক্রিয়া একই সাথে সম্মুখ ও বিপরীত দিকে ঘটতে পারে তাকে উভয়মুখী বিক্রিয়া বলে। 

প্রশ্ন ৮. অরবিট কী?
উত্তর: পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট শক্তি বিশিষ্ট কক্ষপথ রয়েছে এদেরকে অরবিট বলে। সহজ ভাষায় অরবিট হলো ইলেকট্রনের স্থির কক্ষপথ আর অরবিটাল হলো ইলেট্রনের সম্ভাব্যতার গাণিতিক ফাংশন।

প্রশ্ন ৯. ব্যাপন কী?
উত্তর: ব্যাপন হলো কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমানভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়া।

প্রশ্ন ১০. ভরসংখ্যা কাকে বলে?
উত্তর: কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভরসংখ্যা বলে। 

কিছু কথা


নিচের দেওয়া লিংক বা আইডিগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপে যুক্ত থেকে আপনি যে কোন সাবজেক্ট এর যে কোন অধ্যায় এর হ্যান্ড নোট ও সাজেশান নিতে পারবেন। 

নিয়মিত আপডেট পেতে অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের উপকারে আসবে। 

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা

নিচের দেওয়া লিংকগুলোর মাধ্যমে আমাদের সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারবেন। আশা করবো আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমরা সহযোগীতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

আমাদের ফেসবকু পেজ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০১ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০২ = ক্লিক করুন এখানে 

আমাদের টুইটার আইডি = ক্লিক করুন এখানে 

আমাদের পিন্টারেস্ট আইডি লিংক = ক্লিক করুন এখানে 

আমাদের ইউটিউব চ্যানেল = ক্লিক করুন এখানে 

আমাদের ইমেইল = digitaliseba@gmail.com   

বি. দ্র. একটা বই থেকে সমাধান ও গাণিতিক সমস্যাগুলো নেওয়া হয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের চর্চা করানোর জন্য এই বিষয়টা এখানে সামান্য করে দেওয়া হয়েছে। আশা করবো সবাই নিজেদের চর্চা করার কাজে ব্যবহার করবেন পেজগুলো।