Tense কাকে বলে? কত প্রকার ও কি কি 2022

এই প্রতিবেদনের মাধ্যমে আমি Tense কাকে বলে? কত প্রকার এবং কি কি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি যারা ইংরেজি গ্রামার শিখতে চান তাদের উপকারে আসবে। 

Tense কাকে বলে

Tense কাকে বলে

Verb বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে। যেমনঃ কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।

Tense কত প্রকার ও কি কি

Tense তিন প্রকার হয়ে থাকে। নিচে দেওয়া হলো-

(a) Present Tense বা বর্তমান কাল।

(b) Past Tense বা অতীত কাল। 

(c) Future Tense বা ভবিষ্যৎ কাল।

প্রতিটা Tense আবার ৪টি ভাগে ভাগ করা হয়েছে। নিচে একে একে সবগুলো Tense এর নাম এবং সংঙ্গা সহ উদাহরণ দেওয়া হলো দেখে নিন। 

Present Tense

র্তমানে কোন কাজ হয় বা হইতেছে এরূপ বুঝালে Verb এর Present Tense হয় । যেমন :

1. I eat rice- আমি ভাত খাই ।

2.Tania goes to School- তানিয়া স্কুলে যায় ।

3.Robin is playing in the field with his friends- রবিন তার বন্ধুদের সাথে মাঠে খেলিতেছে ।

Present Tense এর প্রকারভেদ

 Present Tense 4 প্রকার। যেমন :

1.Present Indefinite

2.Present Continuous

3.Present Perfect

4.Present perfect Continuous

Present Indefinite Tense


বর্তমান কালের সাধারন ঘটনা, কাহারো অভ্যাসগত কাজ ও চিরন্তন সত্য বুঝালে Verb এর Present Indefinite Tense হয় । যেমন :

1.আমি স্কুলে যাই - I go to School.

গঠন : Subject + মূল Verb + object +Extension.

Present Continuous Tense


Present Continuous Tense : বর্তমানে কোন কাজ হইতেছে বা চলিতেছে এরূপ বুঝালেVerb এর Present Continuous Tense হয় । যেমন : 

1. আমি ভাত খাইতেছি - I am eating rice.

গঠন : Subject + am / is / are +মূল verb+ing +objion.

Present Perfect Tense


Present Perfect Tense : কোন কাজ এইমাত্র শেষ হয়েছে এরূপ বুঝালে Verb এর Present perfect Tense  হয় । যেমন :

1. আমি ভাত খেয়েছি - I have eaten rice.

গঠন : Subject + have / has + Verb এর past participle রূপ + object +Extension

Present Perfect Continuous tense


Present Perfect continuous Tense : কোন কাজ পূর্বে একটি নিদিষ্ট সময় হইতে আরম্ব হইয়া এখনো চলিতেছে এরূপ বুঝালে Verb এর Present Perfect continuous Tense হয় । যেমন :

1. তানিয়া সকাল থেকে পড়িতেছে - Tania has been reading since morning.

গঠনঃ Subject + have been / has been +মূল verb + ing + since / for / from + object +Extension.


Past Tense


  অতীতে কোন কাজ শেষ হয়েছিল বা চলিতেছিল এরূপ বুঝালে Verb এরPast Tense হয় । যেমন :

1. আমি ভাত খেয়েছিলাম - I ate rice.

Past Tense এর প্রকারভেদ

Past Tense চার প্রকার । যথা :

1. Past Indefinite Tense.

2. Past Continuous Tense.

3. Past Perfect Tense.

4. Past Perfect Continuous Tense.

Past Indefinite Tense


অতীতে কোন কাজ শেষ হয়েছিল এরূপ বুঝালে Verb এর Past Indefinite Tense হয় । যেমন :

1. তানিয়া গতকাল স্কুলে গিয়েছিল - Tania went to school yesterday.

গঠনঃ Subject + verb এর Past রূপ + object + Extension.

Past Continuous Tense


অতীতে কোন কাজ হইতেছিল বা চলিতেছিল এরূপ বুঝালেVerb এর Past continuous Tense হয় । যেমন :

1. আমি গতকাল সকালে পড়িতেছিলাম - I was reading yesterday morning.

গঠন: Subject + was / were + মূল Verb + ing +Object + Extension.

Past Perfect Tense


অতীতে দুইটি কাজের মধ্যে একটি আগে ও একটি অথিকতর পরে সংঘটিত হয়েছিল এরূপ বুঝালে যেটি অথিকতর আগে সংঘটিত হয়েছিল সেটির Past Perfect Tense হয় । এবং যেটি অথিকতর পরেসংঘটিত হয়েছিল সেটির Past Indefinite Tense হয় । যেমন : 

 1. ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল - The patient had died before the doctor came.

গঠন: Subject + had + Verb এর Past Participle রূপ + Object + Extension.

Past Perfect Continuous Tense

অতীতে একটি নিদিষ্ট সময় পর্যন্ত কোন কাজ চলিতেছিল অথবা অন্য একটি কাজ সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত কাজটি চলিতেছিল এরূপ বুঝালে Verb এর Past perfect Continuous Tense হয় । যেমন:

1. গতকাল আমি দুই ঘন্টা যাবত পড়িতেছিলাম - I had been reading for two hours yesterday.

গঠন: Subject + had been + verb + ing + object +Extension.

Future Tense


ভবিষ্যতে কোন কাজ হইবে বা হইতে থাকিবে এরূপ বুঝালে Verb এর Future Tense হয় । যেমন:

1. আমি ভাত খাব - I shall eat rice.

Future Tense এর প্রকারভেদ

Future Tense চার প্রকার । যথা :

1. Future Indefinite Tense.

2.Future Continuous Tense.

3. Future Perfect Tense.

4. Future Perfect Continuous Tense.

Future Indefinite Tense


 ভবিষ্যতে কোন কাজ হবে এরূপ বুঝালে Verb এর Future Indefinite Tense হয়. যেমন :

1. আমি ভাত খাব - I shall eat rice.

 গঠন : Subject + Shall / Will + মূল Verb + Object + Extension .

Future Continuous Tense


 ভবিষ্যতে কোন কাজ চলিতে থাকিবে বা হইতে থাকিবে এরূপ বুঝালে Verb এর Future Continuous Tense হয় । যেমন :

1. আজ সন্ধায় তাহারা গান শুনিতে থাকবে - They will be listening Music this evening.

গঠন : Subject + shall be / will be + মূল Verb + ing + Object +Extension .

Future Perfect Tense


ভবিষ্যতে একটি নিদিয্ট সময়ের মধ্যে কোন কাজ সংঘটিত হবে এরূপ বুঝালে Verb এর Future Perfect Tense হয় অথবা ভবিষ্যতে দুইটি কাজের মধ্যে একটি কাজ আগে ও একটি কাজ অধিকতর পরে সংঘটিত হবে এরূপ বুঝালে যে কাজটি  আগে সংঘটিত হবে সেটির  Future Perfect Tense হয় এবং অন্য কাজটি Present Indefinite Tense এ ব্যবহৃত হয় । যেমন :

1.  সে সূর্য উদয়ের পূর্বে কাজটি সম্পন্ন করবে - He will Have completed the work before the Sun sets.

গঠন : Sub + shall have / will have + Verb এর Past Participle রূপ +Object + Extension .

Future Perfect Continuous Tense

 ভবিষ্যতে একটি নিদিষ্ট সময় পর্যন্ত কোন কাজ চলিতে থাকিবে এইরূপ বুঝাইলে Verb এর Future Perfect Continuous Tense হয় অথবা ভবিষ্যতে একটি কাজ সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত আরেকটি কাজ চলিতে থাকিবে এইরূপ বুঝাইলে যে কাজটি দীর্ঘ সময় ধরে চলিতে থাকিবে সেইটির Future Perfect Continuous Tense হয় এবং অন্যটি Present Indefinite Tense এ ব্যবহৃত হয় । যেমন : 

1. সে দুই বছর যাবত এই কলেজে পড়িতে থাকিবে - He/She will have been reading in this College for two years.

 গঠন : Sub + shall have been / will have been + মূল verb + ing + Object + Extension 

কিছু কথা

নিচের দেওয়া লিংক বা আইডিগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপে যুক্ত থেকে আপনি যে কোন সাবজেক্ট এর যে কোন অধ্যায় এর হ্যান্ড নোট ও সাজেশান নিতে পারবেন। 

নিয়মিত আপডেট পেতে অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের উপকারে আসবে। 

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা

নিচের দেওয়া লিংকগুলোর মাধ্যমে আমাদের সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারবেন। আশা করবো আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমরা সহযোগীতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

আমাদের ফেসবকু পেজ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০১ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০২ = ক্লিক করুন এখানে 

আমাদের টুইটার আইডি = ক্লিক করুন এখানে 

আমাদের পিন্টারেস্ট আইডি লিংক = ক্লিক করুন এখানে 

আমাদের ইউটিউব চ্যানেল = ক্লিক করুন এখানে 

আমাদের ইমেইল = digitaliseba@gmail.com   

বি. দ্র. একটা বই থেকে সমাধান ও গাণিতিক সমস্যাগুলো নেওয়া হয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের চর্চা করানোর জন্য এই বিষয়টা এখানে সামান্য করে দেওয়া হয়েছে। আশা করবো সবাই নিজেদের চর্চা করার কাজে ব্যবহার করবেন পেজগুলো।