SSC Biology ৬ষ্ট অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর (৯ম ও ১০ম শ্রেণি)

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমি জীববিজ্ঞান বইয়ের ৬ষ্ট অধ্যায় এর জ্ঞঅনমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে কথা বলার চেষ্টা করব। 

SSC Biology ৬ষ্ট অধ্যায়

জীববিজ্ঞান ৬ষ্ট অধ্যায় হ্যান্ড নোট। জীববিজ্ঞান ৬ষ্ট অধ্যায় হ্যান্ড নোট। জীববিজ্ঞান ৬ষ্ট অধ্যায় হ্যান্ড নোট।

জীববিজ্ঞান ৬ষ্ট অধ্যায় হ্যান্ড নোট। জীববিজ্ঞান ৬ষ্ট অধ্যায় হ্যান্ড নোট।জীববিজ্ঞান ৬ষ্ট অধ্যায় হ্যান্ড নোট।

SSC Biology ৬ষ্ট অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন ১. বৈষম্যভেদ্য পর্দা কী?
উত্তর: দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে যে পর্দা দ্বারা আলাদা করা হয় তাই বৈষম্যভেদ্য পর্দা। 

প্রশ্ন ২. রক্ত কী? 
উত্তর: রক্ত একটি অস্বচ্ছ, মৃদ ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ। 

প্রশ্ন ৩. ফাইটোহরমোন কী?
উত্তর: যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহে উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি েইত্যাদি কাজ নিয়ন্ত্রন করে তাই ফাইটোহরমোন। 

প্রশ্ন ৪. ব্লাস্টোসিস্ট কী?
উত্তর: কোষ বিভাজনের শেষ পর্যয়ে গঠম্মুখ ভ্রুণ ডিম্বনালি থেকে জরায়ুতে পৌঁছে। এ পর্যায়ে ভ্রুণকে ব্লাস্টোসিস্ট বলে। 

প্রশ্ন ৫. ব্যাপন কী?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার ছড়িয়ে পড়ে তাই ব্যাপন। 

প্রশ্ন ৬. ক্রিস্টি কাকে বলে?
উত্তর: মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরটির ভেতরের দিকে ভাঁজ হয়ে যাওয়া অংশকে ক্রিস্টি বলে। 

প্রশ্ন ৭. সংলগ্নতা কী?
উত্তর: পানির অণুর ভেসেল নলের প্রাচীরের সাথে সংলগ্ন থাকাই হলো সংলগ্নতা।

প্রশ্ন ৮. রক্তচাপ কী?
উত্তর: রক্ত চলাচলের সময় রক্তনালির গাত্রে যে চাপ সৃষ্টি করে তাকে রক্তচাপ বলে।

প্রশ্ন ৯. পানির অপর নাম কী?
উত্তর: পানির অপর নাম জীবন।    

কিছু কথা

এই ছিলো আমাদের আজকের প্রতিবেদন। আশা করি এই পোস্টটি থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। 

আপনার মূল্যবান সময় ব্যায় করে প্রতিবেদনটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শিক্ষা বিষয়ে যদি কোনো শ্রেণির সাজেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগযোগ করবেন। 

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা

নিচের দেওয়া লিংকগুলোর মাধ্যমে আমাদের সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারবেন। আশা করবো আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমরা সহযোগীতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

আমাদের ফেসবকু পেজ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০১ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০২ = ক্লিক করুন এখানে 

আমাদের টুইটার আইডি = ক্লিক করুন এখানে 

আমাদের পিন্টারেস্ট আইডি লিংক = ক্লিক করুন এখানে 

আমাদের ইউটিউব চ্যানেল = ক্লিক করুন এখানে 

আমাদের ইমেইল = digitaliseba@gmail.com   

বি. দ্র. একটা বই থেকে সমাধান ও গাণিতিক সমস্যাগুলো নেওয়া হয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের চর্চা করানোর জন্য এই বিষয়টা এখানে সামান্য করে দেওয়া হয়েছে। আশা করবো সবাই নিজেদের চর্চা করার কাজে ব্যবহার করবেন পেজগুলো।