রসায়ন – জ্ঞানমূলক – ২য় অধ্যায় (সংজ্ঞা / সংগা / কাকে বলে / সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর)
৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ২য় অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর। এখানে নবম ও দশম শ্রেণির ২য় অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে।
SSC Chemistry Chapter 2 Hand Note. SSC Chemistry Chapter 2 Hand Note. SSC Chemistry Chapter 2 Hand Note. SSC Chemistry Chapter 2 Hand Note. SSC Chemistry Chapter 2 Hand Note. SSC Chemistry Chapter 2 Hand Note.
SSC Chemistry Chapter 2 Hand Note
এখানে মোট ১৯টি প্রশ্ন দেওয়া আছে। যেগুলো উত্তর ও এখানেই দেওয়া হয়েছে। আশা করি এই প্রশ্নগুলো সবার ই উপকারে আসবে।
১। পদার্থ কী?
উত্তর: যে বস্তুর ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে।
২। আন্তঃআণবিক শক্তি কাকে বলে? / আন্ত: আনবিক শক্তি কাকে বলে? / আন্তঃ আণবিক শক্তি কাকে বলে?
উত্তর: যে শক্তির প্রভাবে পদার্থের অভ্যন্তরস্থ অনুসমূহ পরস্পরকে ।আকর্ষণের মাধ্যমে আবদ্ধ করে থাকে,তাকে আন্ত:আনবিক শক্তি বলে।
৩। কনার গতিতত্ত্ব কাকে বলে?
উত্তর: আন:কনা আকর্ষন শক্তি এবং কনা গুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন,তরল ও বায়বীয় অবস্থা ব্যাখা করার তথ্যকে কনার গতিতত্ত্ব বলে।
৪। ব্যাপন কাকে বলে?
উত্তর:কেআন মাধ্যমে কঠিন,তরল বা গ্যাসীয় বস্তুর স্বত:স্ফূর্ত সমভাবে পরিব্যাপ্ত হোয়াকে ব্যাপন বলে।
৫। নিঃসরণ কাকে বলে? / নিঃসরন কাকে বলে?
উত্তর: সরু ছিদ্রপথে কোন গ্যাসের অনুসমূহের উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে।
৬। CNG কী?
উত্তর:অধিক চাপে সংকোচিত মিথেন গ্যাসকে CNG বা Compressed Natural Gas বলে।
৭। হাইড্রোকার্বন কী?
উত্তর: হাইড্রোজেন ও কার্বন মেলে গঠিত জৈব যৌগই হলো হাইড্রোকার্বন।
৮। গলনাঙ্ক কাকে বলে? / গলনাংক কাকে বলে?
উত্তর: স্বাভাবিক চাপে (1atm) যে তাপমাত্রা একান কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে সেই পদার্থের গলানাঙ্ক বলে।(atm=atmosphere বা বায়ু –লীয় চাপ)
৯। স্ফুটন কী?
উত্তর: তাপ প্রয়োগ করে তরল কে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে।
১০। স্ফুনাঙ্ক কাকে বলে?
উত্তর: স্বাভাবিক চাপে (1atm) যে তাপমাত্রায় কোন তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় সেই তাপমাত্রাকে সেই পদার্থের স্ফুটনাঙ্ক বলে।
১১। মোমের গলনাঙ্ক কাকে বলে?
উত্তর: কোন নিদিষ্ট তাপমাত্রায় মোম না গলে তাপমাত্রা কোন একটি পরিসরে মোম গলাতে থাকে এবং তাপমাত্রার এই পরিসংখ্যানই মোমের গলাঙ্ক।
১২। শুষ্ক বরফ কী?
উত্তর: কঠিন কে শুষ্ক বরফ বা dry icc বলা হয়।
১৩। সুপ্ততাপ কাকে বলে?
উত্তর: তাপমাত্রা স্থির রেখে কোন পদার্থকে এক ভৌত অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় তাকে সুপ্ততাপ বলে।
১৪। গলন কী?
উত্তর: তাপ প্রয়োগে কোন পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে।
১৫। সুপার হিটেড ওয়াটার কী?
উত্তর: অধিক চাপে স্ফুটনাঙ্ক( c) ক্রান্তি তাপমাত্রা ( c) মধ্যে অবস্থিত বাষ্পকে সুপার হিটেট সুপার হিটেড ওয়াটার বলে।
১৬। পাতন কাকে বলে?
উত্তর: কোন তরল কে তাপ প্রদানে বাষ্পে পরিনত কের তাকে পুনরায় শীকলকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্বতিকে পাতন বলে।
১৭। বাষ্পীভবন কাকে বলে?
উত্তর:কোন তরল পদার্থকে তাপ প্রদান করে ঐ তরল পদার্থ কে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পিভবন বলে।
১৮। ঘনীভবন কাকে বলে?
উত্তর:কোন তরল পদার্থকে এর বাষ্পীয় অবস্থা থেকে শীতল করে তরল অবস্থায় পরিণত করার প্রক্রিয়াকে ঘনীভবন বলে।
১৯। ঊর্ধ্বপাতন কাকে বলে? / উর্ধ্বপাতন কী?
যে প্রক্রিয়ায় কোন কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাকে ঊর্ধ্বপাতন বলে।
বি. দ্র. উপরের প্রশ্ন এবং উত্তরগুলো Mukto School থেকে সংগ্রহ করা হয়েছে। সকল ক্রেডিট তাদেরকে দেওয়া হলো এই পোস্টের।
0 Comments
Post a Comment