রসায়ন – ১ম অধ্যায় – জ্ঞানমূলক ( সংজ্ঞা / সংগা / কাকে বলে / সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর)
৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ১ম অধ্যায় এর হ্যান্ড নোট। নবম ও দশম শ্রেণির রসায়ন প্রথম অধ্যায় এর হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ১ম অধ্যায় এর পিডিএফ হ্যান্ড নোট।
SF SSC Chemistry Chapter 1 Hand Note. SF SSC Chemistry Chapter 1 Hand Note. SF SSC Chemistry Chapter 1 Hand Note. SF SSC Chemistry Chapter 1 Hand Note. SF SSC Chemistry Chapter 1 Hand Note. SF SSC Chemistry Chapter 1 Hand Note.
SF SSC Chemistry Chapter 1 Hand Note
এখানে মোট ১৪টির মত প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। প্রত্যেকটি প্রশ্নই প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে।
১। রসায়ন কাকে বলে?
উত্তর: বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন,পদার্থের ধর্ম, এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে।
২। ‘আল-কেমি’ কাকে বলে?
উত্তর: প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চাকে’আল-কেমি’ বলে।
৩। কালি কি?
উত্তর: কালি হচ্ছে কাঠ ও কয়লা পোড়ানোর ফলে তৈরি এক ধরণের কার্বন কনা।
৪। জৈব যৌগ কী?
উত্তর: যেসব রাসায়নিক যৌগে এক বা একাধিক কার্বন পরমাণু অন্যান্য মৌল যেমন প্রধান হাইড্রোজেন ,অক্সিজেন,নাইট্রোজেন ইত্যাদির সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে তাদের জৈব যৌগ বলে।
৫। সেলুলোজ কী?
উত্তর: উদ্ভিদ দেহের গঠনিক উপাদানকে সেলুলোজ বলে।
৬। রাসায়নিক পরিবর্তনর কী?
উত্তর: যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেকে তার নিজস্ব সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক বস্তুতে পরিনত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে।
৭। কোয়ান্টাম ম্যাকানিক্স কী?
অথবা, কোয়ান্টাম মেকানিক্স কাকে বলে?
উত্তর: যে পুস্তকে গাণিতিক হিসাব-নিকাশ এর সাহায্যে পরমাণুর গঠন ব্যাখা করা যায় তাকে কোয়ান্টাম ম্যাকানিক্স বলে।
৮। বিস্ফোরক দ্রব্য কাকে বলে?
উত্তর: যে দ্রব্য নিজে নিজেই বিক্রিয়া করতে পারে ,আঘাত লাগলে বা আগুন লাগলে বিস্ফোরন হয় তাকে বিস্ফোরক দ্রব্য বলে।
৯। প্রিজারভেটিভস কাকে বলে?
উত্তর: যে সব রাসায়নিক পদার্থ পরিমিত পরিমানে ব্যবহার করে খাদ্য সামগ্রী প্রক্রিয়াজাত করে দীর্ঘসময় সঙরক্ষণ করা হয় তাদেরকে প্রিজারভেটিভস বলে।
১০। গবেষণা কী?
উত্তর: পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে কোন কিছু জানার চেষ্টাকে বরে গবেষণা।
১১। রসায়ন গবেষণাগার কাকে বলে ?
উত্তর: যেখানে রসায়নের পরীক্ষা-নিরিক্ষা বা গবেষণা করা হয় তাকে রসায়ন গবেষণা বলে।
১২। দাহ্য পদার্থ কাকে বলে?
উত্তর: যেসব পদার্থে সহজে আগুন ধরে যায় এবং প্রচুর তাপ উৎপন্ন হয় তাকে দাহ্য পদার্থ বলে।
১৩। ট্রিফয়েল কাকে বলে?
উত্তর: তেজক্রিয় পদার্থের সংকেতিক চিহ্নকে ট্রিফয়েল বলে।
১৪। তেজস্ক্রিয় রশ্মি কাকে বলে?
অথবা, তেজস্ক্রিয় রশ্নি কাকে বলে? / তেজস্ক্রিয় রশ্নি কী? / তেজক্রিয় রশ্মি কাকে বলে? / তেজস্ক্রিয় রশ্মি কী?
উত্তর: তেজস্ক্রিয় পদার্থ থেকে অনবরত যে সকল রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় রশ্নি বলে।
পর্যায় সারণী অধ্যায় এর হ্যান্ড নোট এর পিডিএফ
উপরের দিকে যদিও পিডিএফ ফাইল এর লিংক দেওয়া হয়েছে। তার পরেও যদি কোন সমস্যা হয়ে থাকে আমি নিচে ফেইসবুক গ্রুপে আপলোড করে একটি লিংক দিয়ে দিচ্ছি। আশা করবো সমস্যা আর থাকবে না।
পিডিএফ ফাইল = ডাউনলোড করুন এখানে ক্লিক করুন
উপরের লিংকটিতে ক্লিক করলে আপনাকে একটি ফেইসবুক গ্রুপে নিয়ে যাবে। তারপর আপনি সেখান থেকে অনেক সহজেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন।
বি. দ্র. এই হ্যান্ড নোটটির প্রশ্ন এবং উত্তর গুলো MuthoSchool ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। সম্পূর্ণ ক্রেডিট সেই ওয়েবসাইটের।
0 Comments
Post a Comment