SSC Physics ৪র্থ অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর (৯ম ও ১০ম শ্রেণি)

আজকের আর্টিকেলে আমি নবম ও দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান বইয়ের ২য় অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দিযে দেবো। এখানে মোট ১০টি বা তার কমবেশি প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি। আশা করি সবার ই উপকার হবে। 


৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। 

SSC Physics ৪র্থ অধ্যায়

পদার্থ চতুর্থ অধ্যায় এর নাম হলো, কাজ, ক্ষমতা ও শক্তি। যেই অধ্যায়টিকে Work, Power and Energy. এখানে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। 

এখানে আমরা যেসব বিষয় জানতে ও জানাতে পারবো তার মধ্যে অন্যতম বিষয়গুলো হলো, 

(ক) কাজ, বল ও সরণের মধ্যে সম্পর্কে নির্ণয় করতে হবে। 

(খ) কোনো গতিশীল বস্তুর গতিশক্তি হিসাব করতে পারবো। 

(গ) বিভিন্ন উৎসে শক্তির কিভাবে রূপান্তর ঘটে তা জানতে পারবো। 

(ঘ) শক্তির রূপান্তর ও এর ব্যবহার পরিবেশের ভারসাম্যহীনতার জন্য দায়ী তা বুঝতে পারবো। 

(ঙ) শক্তির কার্যকর ও নিরাপদ ব্যবহারের প্রযোজনীয় উপলদ্ধি করতে পারবো। 

(চ) সূত্র প্রয়োগের মাধ্যমে যন্ত্রের কর্মদক্ষতা হিসাব করতে পারবো। 

৪র্থ অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর

নিচে আমি ১০টির মত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দিয়ে দেবো। আশা করবো প্রশ্নগুলো সবার উপকারে আসবে ইনশাআল্লাহ। 

প্রশ্ন নাম্বার ১ = কর্মদক্ষতা কাকে বলে ? (ঢাকা বোর্ড ২০১৯, রাজশাহী বোর্ড ২০১৯, ২০১৬, কুমিল্লা বোর্ড ২০১৯, ২০১৬, সকল বোর্ড ২০১৮, দিনাজপুর বোর্ড ২০১৬) 

উত্তরঃ- কোনো যন্ত্রে যে পরিমাণ শক্তি প্রদান করা হয় এবং যতটুকু পরিমাপ কার্যকর শক্তি হিসেবে পাওয়া যায় তার অনুপাতকে কর্মদক্ষতা বলে। 

প্রশ্ন নাম্বার ২ = গতিশক্তি কাকে বলে ? (ঢাকা বোর্ড ২০১৭, যশোর বোর্ড ২০১৯, ২০১৬) 

উত্তরঃ- কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। 

প্রশ্ন নাম্বার ৩ = বিভবশক্তি কাকে বলে ? (রাজশাহী বোর্ড ২০১৭, সিলেট বোর্ড ২০১৭, ২০১৬, দিনাজপুর বোর্ড ২০১৯) 

উত্তরঃ- স্বাভাবিক অবস্থান বা অবস্থায় থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভবশক্তি বলে। 

প্রশ্ন নাম্বার ৪ = এক জুল কাকে বলে ? (দিনাজপুর বোর্ড ২০১৭) 

উত্তরঃ- কোনো বস্তুর ওপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে এক মিটার সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে এক জুল বলে। 

প্রশ্ন নাম্বার ৫ = কাজ কাকে বলে ? (চট্টগ্রাম বোর্ড ২০১৬) 

উত্তরঃ- কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে যদি বলের প্রযোগ বিন্দুর সরণ হয়, তাহলে প্রযুক্ত বল কাজ করেছে বলা হয়। 

প্রশ্ন নাম্বার ৬ = কাজের একক কী ? (চট্টগ্রাম বোর্ড ২০১৫) 

উত্তরঃ- কাজের একক জুল। 

প্রশ্ন নাম্বার ৭ = হটস্পট কী ? 

উত্তরঃ- ভূ-তাত্ত্বিক পরিবর্তনের ফলে গলিত ম্যাগমা উপরের দিকে উঠে যে স্থানে জমা হয় তাকে হটস্পট বলে। 

প্রশ্ন নাম্বার ৮ = ক্ষমতা কাকে বলে ? 

উত্তরঃ- ক্ষমতা হচ্ছে কাজ করার বা শক্তি রূপান্তরের হার। 

প্রশ্ন নাম্বার ৯ = নিউক্লিয় শক্তি কী ? 

উত্তরঃ- নিউক্লিয় ফিশন বিক্রিয়ায় উৎপন্ন শক্তিই নিউক্লীয় শক্তি। 

প্রশ্ন নাম্বার ১০ = ঋণাত্মক কাজ কাকে বলে ? 

উত্তরঃ- বল প্রয়োগের ফলে যদি বলের প্রযোগবিন্দু বলের বিপরীত দিকে সরে যায় বা বলের বিপরীতদিকে সরণের উপাংশ থাকে তাহলে সেই কাজকে ঋণাত্মক কাজ বলে। 

১০টি সংক্ষিপ্ত প্রশ্নের লিংক 

নিচের লিংকটি থেকে আপনি ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ ৪র্থ অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং এর উত্তর পাবেন। আশা করবো লিংকটি আপনাদের কাজে আসবে। 

আমি এখানে ফেসবুক গ্রুপে আপলোড করে সেটার লিংক দিয়ে দিয়েছি এখানে। আপনি আরও নোট ও সাজেশান পেতে সেই গ্রুপটাতে যুক্ত থাকতে পারবেন। 

সংক্ষিপ্ত প্রশ্ন দেখার জন্য = ক্লিক করুন এখানে 

উপরের লিংকটি থেকে ৯ম ও ১০ম শ্রেনির পদার্থ বিজ্ঞান ৪র্থ অধ্যায় এর ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখতে পারবেন। প্রয়োজনে আপনি প্রশ্নগুলো নোট করে রাখতে পারেন। 

নিচের দেওয়া লিংক বা আইডিগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপে যুক্ত থেকে আপনি যে কোন সাবজেক্ট এর যে কোন অধ্যায় এর হ্যান্ড নোট ও সাজেশান নিতে পারবেন। 

নিয়মিত আপডেট পেতে অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের উপকারে আসবে। 

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা

নিচের দেওয়া লিংকগুলোর মাধ্যমে আমাদের সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারবেন। আশা করবো আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমরা সহযোগীতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

আমাদের ফেসবকু পেজ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০১ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০২ = ক্লিক করুন এখানে 

আমাদের টুইটার আইডি = ক্লিক করুন এখানে 

আমাদের পিন্টারেস্ট আইডি লিংক = ক্লিক করুন এখানে 

আমাদের ইউটিউব চ্যানেল = ক্লিক করুন এখানে 

আমাদের ইমেইল = digitaliseba@gmail.com   

বি. দ্র. একটা বই থেকে সমাধান ও গাণিতিক সমস্যাগুলো নেওয়া হয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের চর্চা করানোর জন্য এই বিষয়টা এখানে সামান্য করে দেওয়া হয়েছে। আশা করবো সবাই নিজেদের চর্চা করার কাজে ব্যবহার করবেন পেজগুলো। 

ট্যাসমূহ নিচে দেওয়া হলো, 

পদার্থ বিজ্ঞান: ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর। পদার্থ বিজ্ঞান: ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর। পদার্থ বিজ্ঞান: ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর। 

পদার্থ বিজ্ঞান - ৪র্থ অধ্যায় - কাজ, শক্তি ও ক্ষমতা - জ্ঞানমূলক। পদার্থ বিজ্ঞান - ৪র্থ অধ্যায় - কাজ, শক্তি ও ক্ষমতা - জ্ঞানমূলক। 

এসএসসি (SSC) জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর। এসএসসি (SSC) জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর। 

পদার্থ বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ও উত্তর। পদার্থ বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ও উত্তর ৪র্থ অধ্যায়। পদার্থ বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৪র্থ অধ্যায়। এসএসসি পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। পদার্থ বিজ্ঞান ৪র্থ অধ্যায় সূত্র। এসএসসি পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট pdf

পদার্থ বিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি। পদার্থ বিজ্ঞান ৪র্থ অধ্যায় নোট। পদার্থ বিজ্ঞান - জ্ঞানমূলক (কাকে বলে / সংজ্ঞা / সংক্ষিপ্ত)