SSC Physics ৬ষ্ঠ অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর (৯ম ও ১০ম শ্রেণি)

আজকের আর্টিকেলে আমি নবম ও দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান বইয়ের ৬ষ্ঠ অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দিযে দেবো। এখানে মোট ১০টি বা তার কমবেশি প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি। আশা করি সবার ই উপকার হবে। 


SSC Physics ৬ষ্ঠ অধ্যায়

  

৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। 

৯ম ও ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় এর হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় এর হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় এর হ্যান্ড নোট। 

৬ষ্ঠ অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন ১. পানির ত্রৈধ বিন্দুর সঙ্গা দাও।
উত্তর: যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি তিন অবস্থাতেই অর্থাৎ বরফ, পানি, ও জলীয় বাষ্পরূপে অবস্থান করে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে।

প্রশ্ন ২. পুনঃশিলীভবন কাকে বলে?
উত্তর: চাপ প্রয়োগে কঠিন বস্তুকে তরলে অথবা চাপ হ্রাসে কঠিন অবস্থায় আনাকে পুনঃশিলীভবন বলে।

প্রশ্ন ৩. গলন কাকে বলে?
উত্তর: তাপ পয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে গলন বলে। 

প্রশ্ন ৪. স্থিরাঙ্ক কাকে বলে?
উত্তর: তাপমাত্রার স্কেল তৈরির জন্য দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়ার হয়। এই তাপমাত্রা দুইটিকে স্থিরাঙ্ক বলে। 

প্রশ্ন ৫. শব্দের তীক্ষ্মতা কাকে বলে?
উত্তর: সুরযুক্ত শব্দের শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য বুঝা যায় তাকে শব্দের তীব্রতা বলে। 

প্রশ্ন ৬. বরফ বিন্দু কাকে বলে?
উত্তর: প্রমাণ চাপে যে তাপমাত্রায় বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয়, তাকে নিম্নস্থিরাঙ্ক বা বরফবিন্দু বলে। 

প্রশ্ন ৭. সুপ্ত তাপ কাকে বলে? 
উত্তর: যে তাপ পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সুপ্ত তাপ বলে। 

প্রশ্ন ৮. আপেক্ষিক তাপ কাকে বলে?
উত্তর: একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। 

প্রশ্ন ৯. ঘনত্ব কাকে বলে?
উত্তর: কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। 

প্রশ্ন ১০. পদার্থের প্লাজমা অবস্থা কাকে বলে?
উত্তর: প্লাজমা হলো অতি উচ্চ তাপমাত্রায় আয়নিক গ্যাস। এটি হলো পদার্থের চতুর্থ অবস্থা। 

নিচের দেওয়া লিংক বা আইডিগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপে যুক্ত থেকে আপনি যে কোন সাবজেক্ট এর যে কোন অধ্যায় এর হ্যান্ড নোট ও সাজেশান নিতে পারবেন। 

নিয়মিত আপডেট পেতে অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের উপকারে আসবে। 

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা

নিচের দেওয়া লিংকগুলোর মাধ্যমে আমাদের সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারবেন। আশা করবো আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমরা সহযোগীতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

আমাদের ফেসবকু পেজ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০১ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০২ = ক্লিক করুন এখানে 

আমাদের টুইটার আইডি = ক্লিক করুন এখানে 

আমাদের পিন্টারেস্ট আইডি লিংক = ক্লিক করুন এখানে 

আমাদের ইউটিউব চ্যানেল = ক্লিক করুন এখানে 

আমাদের ইমেইল = digitaliseba@gmail.com   

বি. দ্র. একটা বই থেকে সমাধান ও গাণিতিক সমস্যাগুলো নেওয়া হয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের চর্চা করানোর জন্য এই বিষয়টা এখানে সামান্য করে দেওয়া হয়েছে। আশা করবো সবাই নিজেদের চর্চা করার কাজে ব্যবহার করবেন পেজগুলো।