SSC Physics ৩য় অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর (৯ম ও ১০ম শ্রেণি)
আজকের আর্টিকেলে আমি নবম ও দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দিযে দেবো। এখানে মোট ১০টি বা তার কমবেশি প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি। আশা করি সবার ই উপকার হবে।
৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট।
৯ম ও ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান ৩য় অধ্যায় এর হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান ৩য় অধ্যায় এর হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান ৩য় অধ্যায় এর হ্যান্ড নোট।
উপরের লিংকটির মাধ্যমে আপনি পদার্থ যা ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ এর ৪র্থ অধ্যায় এর সাজেশান দেওয়া আছে। যেখানে আপনি জ্ঞানমূলক প্রশ্ন এবং সেগুলোর উত্তর পাবেন।
নিচে আমি ৩য় অধ্যায় এর কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিচ্ছি। আশা করবো আপনাদের অনেক উপকারে আসবে আলহামদুলিল্লাহ।
৩য় অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন ১. সাম্য বল কাকে বলে?
উত্তর: কোনো বস্তুর উপর একাদিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুটি সাম্যাবস্থায় থাকে, তবে ঐ বলগুলোকে সাম্য বল বলে।
প্রশ্ন ২. পদার্থের কোন ধর্ম জড়তার পরিমাপক?
উত্তর: পদার্থে ভর জড়তার পরিমাপক।
প্রশ্ন ৩. সরণ কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট দিকে গতিশীল বস্তুর আদি এবং শেষ অবস্থানের ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে সরণ বলে।
প্রশ্ন ৪. ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখ।
উত্তর: ভরবেগের সংরক্ষণ সূত্রটি হলো- একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের ভরবেগের পরিবর্তন হয় না।
প্রশ্ন ৫. পড়ন্ত বস্তুর ৩য় সূত্রটি লিখ।
উত্তর: পড়ন্ত বস্তুর ৩য় সূত্রটি হলো- স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ঐ সময়ের বর্গের সমানুপাতিক।
প্রশ্ন ৬. মহাকর্ষ বল কী?
উত্তর: এ মহাবিশ্বে প্রত্যেক বস্তু একে অপরকে একটি বল দ্বারা আকর্ষণ করে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার এ পারস্পরিক আকর্ষণ বলই মহাকর্ষ বল।
প্রশ্ন ৭. পিছলানো ঘর্ষণ কী?
উত্তর: একটি বস্তু অন্য একটি বস্তুর উপর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘেঁষে চলতে চেষ্টা করলে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাই পিছলানো ঘর্ষন।
প্রশ্ন ৮. লঘিষ্ঠ গণন কী?
উত্তর: স্কুগেজ যন্ত্রের বৃত্তাকার স্কেলের মাত্রা এক ভাগ ঘুরালে এর প্রাপ্ত বা স্ক্রটি যতটুকু সরে আসে তাই ঐ যন্ত্রের লঘিষ্ঠ গণন।
প্রশ্ন ৯. অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
উত্তর: অভিকর্ষজ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।
প্রশ্ন ১০. ভরবেগ কী?
উত্তর: কোনো বস্তুর ভর ও বেগের গুণফলই ঐ বস্তুর ভরবেগ।
নিচের দেওয়া লিংক বা আইডিগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপে যুক্ত থেকে আপনি যে কোন সাবজেক্ট এর যে কোন অধ্যায় এর হ্যান্ড নোট ও সাজেশান নিতে পারবেন।
নিয়মিত আপডেট পেতে অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের উপকারে আসবে।
আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা
নিচের দেওয়া লিংকগুলোর মাধ্যমে আমাদের সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারবেন। আশা করবো আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমরা সহযোগীতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আমাদের ফেসবকু পেজ = ক্লিক করুন এখানে
আমাদের ফেসবুক গ্রুপ ০১ = ক্লিক করুন এখানে
আমাদের ফেসবুক গ্রুপ ০২ = ক্লিক করুন এখানে
আমাদের টুইটার আইডি = ক্লিক করুন এখানে
আমাদের পিন্টারেস্ট আইডি লিংক = ক্লিক করুন এখানে
আমাদের ইউটিউব চ্যানেল = ক্লিক করুন এখানে
আমাদের ইমেইল = digitaliseba@gmail.com
বি. দ্র. একটা বই থেকে সমাধান ও গাণিতিক সমস্যাগুলো নেওয়া হয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের চর্চা করানোর জন্য এই বিষয়টা এখানে সামান্য করে দেওয়া হয়েছে। আশা করবো সবাই নিজেদের চর্চা করার কাজে ব্যবহার করবেন পেজগুলো।
ট্যাগসমূহ নিচে দেওয়া হলো,
গতি | পদার্থ বিজ্ঞান নবম দশম শ্রেণি ২য় অধ্যায় | goti - YouTube
SSC Physics | Chapter 2 | Motion | গতি | প্রাথমিক আলোচনা
SSC পদার্থ বিজ্ঞান: ২য় অধ্যায় MCQ (উত্তরসহ PDF) - Courstika
পদার্থ বিজ্ঞান: ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর - Courstika
পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায়
পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায় নোট
পদার্থ বিজ্ঞান গতি অধ্যায়
গতি অধ্যায় pdf
পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায় গাণিতিক সমস্যা
পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায় গতি
পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায় গতি সৃজনশীল
পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায় গতি সৃজনশীল pdf
SSC Physics Chapter 2 Math Solution - YouTube
0 Comments
Post a Comment