SSC Physics ১৪তম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর (৯ম ও ১০ম শ্রেণি)

আজকের আর্টিকেলে আমি নবম ও দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান বইয়ের ১৪তম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দিযে দেবো। এখানে মোট ১০টি বা তার কমবেশি প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি। আশা করি সবার ই উপকার হবে। 


SSC Physics ১৪তম অধ্যায়



৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান হ্যান্ড নোট। 

৯ম ও ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান ১৪তম অধ্যায় এর হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান ১৪তম অধ্যায় এর হ্যান্ড নোট। ৯ম ও ১০ম শ্রেণি পদার্থ বিজ্ঞান ১৪তম অধ্যায় এর হ্যান্ড নোট। 

১৪তম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন ১. এক্স-রে কী?
উত্তর: দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘের এবং উচ্চ ভেদনক্ষমতা সম্পন্ন অজানা প্রকৃতির েএক প্রকার বিকিরণ উৎপন্ন অজানা প্রকৃতির এক প্রকার বিকিরণ উৎপন্ন হয়। এই বিকিরিণই এক্স-রে। 

প্রশ্ন ২. এক্স-রে কী ধরনের বিকিরণ?
উত্তর: এক্স-রে এক ধরনের তড়িৎ চৌম্বক বিকিরণ। 

প্রশ্ন ৩. আইসোটোপ কী?
উত্তর: বিভিন্ন ভরসংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে ঐ মৌলের আইসোটোপ বলে। 

প্রশ্ন ৪. ডাই কাকে বলে?
উত্তর: CT Scan পরীক্ষায় শরীরের অভ্যন্তরের প্রতিবিম্ব নেয়ার জন্য ব্যবহৃত পদার্থ হল ‘ডাই’ ।

প্রশ্ন ৫. আলট্রাসনোগ্রামে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত?
উত্তর: আল্ট্রাসনোগ্রামে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক ১ থেকে ১০ মেগাহার্টজ হয়ে থাকে। 

প্রশ্ন ৬. ট্রানজিস্টর কী?
উত্তর: ট্রানজিস্টর হলো এমন একটি ডিভাইস যা অ্যামপ্লিফায়ার ও উচ্চ গতির সুইচ হিসেবে কাজ করে। 

প্রশ্ন ৭. এনজিওপ্লাস্ট কী?
উত্তর: যে প্রক্রিয়ায় এনজিওগ্রাম করার সময় ধমনির ব্লক মুক্ত করা হয় সেটিই এনজিজওপ্লাস্ট। 

প্রশ্ন ৮. এমআরআই এর পূর্ণরূপ কী?
উত্তর: এম আর আই এর পূর্ণরূপ হলো- Magnetic Resonance Imaging।

প্রশ্ন ৯. কঠিন এক্স-রে কী?
উত্তর: এক্সরে যন্ত্রের বেশি বিভব পার্থক্য প্রয়োগ করে যে এক্স-রে পাওয়া যায়, তাকে কঠিন এক্স-রে বলে। 

প্রশ্ন ১০. অর্ধায়ু কাকে বলে?
উত্তর: যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণূর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাই ঐ তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু। 

নিচের দেওয়া লিংক বা আইডিগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে ফেসবুক গ্রুপে যুক্ত থেকে আপনি যে কোন সাবজেক্ট এর যে কোন অধ্যায় এর হ্যান্ড নোট ও সাজেশান নিতে পারবেন। 

নিয়মিত আপডেট পেতে অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের উপকারে আসবে। 

আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা

নিচের দেওয়া লিংকগুলোর মাধ্যমে আমাদের সাথে যে কোন সময় যোগাযোগ করতে পারবেন। আশা করবো আপনার কোন জিজ্ঞাসা থাকলে আমরা সহযোগীতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

আমাদের ফেসবকু পেজ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০১ = ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক গ্রুপ ০২ = ক্লিক করুন এখানে 

আমাদের টুইটার আইডি = ক্লিক করুন এখানে 

আমাদের পিন্টারেস্ট আইডি লিংক = ক্লিক করুন এখানে 

আমাদের ইউটিউব চ্যানেল = ক্লিক করুন এখানে 

আমাদের ইমেইল = digitaliseba@gmail.com   

বি. দ্র. একটা বই থেকে সমাধান ও গাণিতিক সমস্যাগুলো নেওয়া হয়েছে। যদিও ছাত্র-ছাত্রীদের চর্চা করানোর জন্য এই বিষয়টা এখানে সামান্য করে দেওয়া হয়েছে। আশা করবো সবাই নিজেদের চর্চা করার কাজে ব্যবহার করবেন পেজগুলো।